স্ত্রীর সঙ্গে সহবাস করার জন্য খুনের আসামীকে ১৫ দিনের প্যারোলে মুক্ত করল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ এতদিন পরিজনদের শেষকৃত্য করা আর বিয়ের জন্য অপরাধীদের প্যারোল দেওয়া হত। কিন্তু পাটনা হাইকোর্ট আজ যেই ভিত্তিতে এক বন্দিকে ১৫ দিনের প্যারোল দিল, সেটা সম্পূর্ণ আলাদা। আর পাটনা হাইকোর্টের এই সিদ্ধান্ত আজ দেশের চর্চার বস্তু হয়ে দাঁড়িয়েছে। সম্ভবত, বিহারে এটাই এরকম প্রথম সিদ্ধান্ত।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাটনা হাইকোর্ট নিজের ঐতিহাসিক সিদ্ধান্তে এক কয়েদিকে স্ত্রীর সঙ্গে সহবাস করে সন্তানের জন্ম দেওয়ার জন্য ১৫ দিনের প্যারোলে মুক্ত করেছে। ওয়াকিবহাল মহলের মতে বিহারে প্রথম এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হল। এই মামলা নালন্দা জেলার রহুই থানা এলাকার উত্তরনাম্বা গ্রামের। সেখানকার বাসিন্দা বিক্কি আনন্দ হত্যার অপরাধে যাবজ্জীবন কারদন্ডে দণ্ডিত হয়েছে।

এই সাজা ২০১২ সালে তাঁকে শোনানো হয়েছিল। আর তখন থেকেই বিক্কি বিহারশরীফ জেলে বন্দি। বিক্কির স্ত্রী রঞ্জিতা প্যাটেল বংশবৃদ্ধির জন্য পাটনা হাইকোর্টে আবেদন করেন। আদালত ওনার যুক্তি শোনার পর বিক্কিকে ১৫ দিনের জন্য প্যারোলে মুক্ত করার আদেশ দিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর