ঘরোয়া ক্রিকেটে টস তুলে দিয়ে নতুন চমক দিল পি সি বি।

বাংলা হান্ট ডেস্ক :  বড় সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড । হোম টিম যাতে বেশি সুবিধা না পায় তাই টস প্রথা তুলে দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।চলতি মরশুমে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে কোয়াদ-ই-আজম ট্রফিতে এই টস প্রথা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ভাবনাটি প্রথম পাকিস্তান ক্রিকেট বোর্ড এর সি ই ও ওয়াসিম খান এর মাথায় আসে।

IMG 20190827 104352

হোম টিম যাতে বেশি সুবিধা না পায় তাই এই সিদ্ধান্ত। টসে যে টিম জেতে সেই টিম ফিল্ডিং নেয় সবসময়। যার ফলে হোম টিম এর লাভ হয়। এবার থেকে অন্য টিম কে ফিল্ডিং এর সুযোগ দেয়া হবে। যদি দুটো টিম ই ফিল্ডিং করতে চায় তখন টস করা হবে। পাকিস্তান  ক্রিকেট বোর্ড আশা করছেন যে এর ফলে পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট এর আরো উন্নতি হবে। মানুষ আগ্রহী হবে এই নতুন ব্যাবস্থায়।

সম্পর্কিত খবর