বদলাচ্ছে উপত্যকা, জঙ্গি নয় এবার শহীদ সেনা জওয়ানকে শ্রদ্ধাঞ্জলি জানালেন কাশ্মীরিরা

বাংলা হান্ট ডেস্ক : বদলাছে ভূস্বর্গ। বদলাছে তার রাজনীতি। এতদিন জঙ্গীদের স্বর্গরাজ্য ছিল কাশ্মীর (Kashmir)। জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) গা ঢাকা দিয়ে থেকে ভারতীয় সেনার উপর অতর্কিতে হামলা চালাত সন্ত্রাসবাদীরা৷ আর তাতে সাহায্য করত সেখানকার অধিবাসীরাই। এ অভিযোগ সেনাবাহিনীর বহু দিনের। এরপর বাতিল হলো ধারা ৩৭০ (Article 370) উত্তাল হয়ে উঠল কাশ্মীর। ধীরে ধীরে তা শান্তও হয়ে গেল। এবার দেশ দেখল কাশ্মীরের এক অজানা রূপ।

কী এমন হলো কাশ্মীরের? এই সেই কাশ্মীর যেখানে ভারতীয় সেনা দেখলেই ছোঁড়া হত পাথর। সেই কাশ্মীরেই এখন ভারতীয় জওয়ান শহিদ হলে মোমবাতি মিছিল বের করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। জানা যাচ্ছে, কয়েকদিন আগেই জঙ্গি হামলায় শহিদ হন হিমাচল প্রদেশের সিমলা জেলার বাসিন্দা পবন দঙ্গল। তাঁকে শ্রদ্ধা জানাতেই কাশ্মীরে আয়োজন করা হয় মোমবাতি মিছিলের।

কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল এক কাশ্মীরি পণ্ডিতের। গভীর রাতে জঙ্গিদের খোঁজে পুলওয়ামা জেলার পাদাগামপোরা অবন্তীপোরা এলাকায় সেনা ও পুলিশের যৌথবাহিনী অভিযান করে। তারপর সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। এই লড়াইতেই মৃত্যু হয় পবনের।

kashmir 2 kashmir

জানা যাচ্ছে, ২৭ ফেব্রুয়ারি শহিদ হন পবন। এর পর তাঁর মৃতদেহ হিমাচলের সিমলা জেলার পৃথ্বী গ্রামে পৌঁছয়। পবনের শরীরে ৪টি গুলি লাগে। তারপরই মৃত্যু হয় ওই জওয়ানের। তাঁর স্মরণেই এদিন মোমবাতি মিছিল বের হয় কাশ্মীরে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পুলওয়ামা জেলাতেই একটি পুরোনো ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী, ৪০ বছর বয়সি এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয়। চলতি বছরে এটাই ছিল কাশ্মীরের সংখ্যালঘুদের উপর প্রথম হামলার ঘটনা। তবে এই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে ভূস্বর্গ। জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হয় কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন, কাশ্মীরি পণ্ডিত সংঘর্ষ সমিতি (KPSS)।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর