শাহিনবাগ, জাফরাবাদ এর পর এবার দিল্লীর চান্দবাগেও CAA, NPR এর বিরুদ্ধে ধরনায় বসলেন মহিলারা!

বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকতা সংশোধন আইন আর এনআরপি এর বিরুদ্ধে শাহিনবাগে (Shaheen Bagh) চলা ধরনা শেষ হওয়ার নামই নিচ্ছে না। আরেকদিকে শাহিনবাগ ছাড়াও আরও কয়েকটি এলাকায় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা দিয়েছে। শাহিনবাগের পর জাফরাবাদ (Jaffrabad) আর এরপর চান্দ বাগেও (Chand Bagh) মহিলারা আন্দোলনে নেমেছেন।

রবিবার দুপরে দিল্লীর চান্দ বাঘ এলাকায় বিশাল সংখ্যক মানুষ সিএএ, এনআরসি আর এনপিআর এর বিরোধিতায় রাস্তায় নেমেছেন। একেবারে প্রস্তুতি নিয়ে আন্দোলনকারীরা ব্যানার পোস্টার নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আরেকদিকে গতকাল রাত থেকে বিগত দেড় মাস ধরে জাফরাবাদ রোডে চলা আন্দোলন এবার প্রধান সড়কে চলে এসেছে।

জাফরাবাদের হওয়া বিক্ষোভের খবর পাওয়ার পর পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। উত্তর পুব্র জেলার পুলিশ সুপার বেদ প্রকাশ সূর্য ঘটনাস্থলে যান। পুলিশ আধিকারিকরা প্রদর্শনরত মহিলাদের বোঝানোর অনেক চেষ্টা করেন, কিন্তু তাঁরা বুঝতে রাজি হননি এরপর পুলিশ আধাসামরিক বাহিনী ডেকে মহিলাদের সেখেন থেকে তুলে দেয়। যদিও, মেট্রো স্টেশনের সামনে থেকে তোলার পর মহিলারা রাস্তায় বসে বিক্ষোভ দেখানো শুরু করে।

অনেক রাত পর্যন্ত জাফারাবাদ এলাকায় উত্তেজনা বজায় থাকে। পুলিশ আধিকারিক ড্রোন উড়িয়ে ঘটনার উপড়ে নজর রাখে। রবিবার সকালে মহিলারা জাফারাবাদ রোড থেকে রাজঘাট পর্যন্ত পদ যাত্রা করেন। যদিও দিল্লী পুলিশ এই মার্চের অনুমতি দিয়েছিল না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর