বিপিন রাওয়াত ও হিন্দু দেবদেবীদের নিয়ে লাগাতার কুমন্তব্য, গ্রেফতার করে দেওয়া হলো চরম শাস্তি

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য প্রয়াত হয়েছেন দেশের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। সেইসঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মারা যান মোট ১৩ জন। এই ঘটনায় এখনও শোকের পরিবেশ বিরাজ করছে গোটা দেশ জুড়েই।

একদিকে এই বিষয় নিয়ে যখন দেশবাসী গভীর শোকে আচ্ছন্ন হয়ে রয়েছেন, তখন অন্যদিকে কিছু মানুষকে বিপিন রাওয়াতের মৃত্যুতেও আনন্দ উদযাপন করতেও দেখা গিয়েছিল। গতকালই জাওয়াদ খান নামে এক ২১ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ।

Indian army is being transformed into 5 theater commands, the whole equation will change

এরপর গুজরাট (gujarat) থেকেও এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসে। গুজরাটের আমরেলির বাসিন্দা শিবভাই রামকে এবার গ্রেফতার করল পুলিশ। তবে প্রথমটায় জানা গিয়েছিল, ফেসবুকে বিপিন রাওয়াতকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে পরবর্তীতে জানা গিয়েছে, শুধু এই কারণই নয়, ওই ব্যক্তির করা পূর্বেকার একটি পোস্টের কারণে তাঁকে গ্রেফতার করেছে আহমেদাবাদ সাইবার ক্রাইম।

এসিপি জিতেন্দ্র যাদব জানিয়েছেন, ‘বছর ৪৪-র ওই ব্যক্তি বর্তমান সময়ে জেনারেল বিপিন রাওয়াত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে আমরা খবর পাই। তারপর ওনার টাইমলাইন খতিয়ে দেখতেই দেখা যায়, পূর্বে হিন্দু দেবদেবী নিয়েও অবমাননাকর পোস্ট করেছিলেন তিনি। সেইসঙ্গে জনপ্রতিনিধিদের উদ্দেশেও কিছু পোস্ট করতে দেখা যায় তাঁকে। সেই জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে’।

জানা গিয়েছে, ২০২১ সাল থেকে টানা চার বছর গ্রামের উপপ্রধানের দায়িত্ব সামালাচ্ছিলেন শিবভাই রাম। গ্রামপ্রধান হওয়ার ইচ্ছে থাকলেও, তা পূরণ না হওয়ায় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি এসব করছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর