পেট্রোল-ডিজেল বাবদ রপ্তানি শুল্ক বাড়ানোর ঘোষণা কেন্দ্রের! লিটার প্রতি নতুন দাম কত দাঁড়ালো?

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েক মাস যাবৎ গোটা দেশে পেট্রোল-ডিজেল সহ জ্বালানি বাবদ মূল্য ওঠানামা করে চলেছে। কখনো দাম বৃদ্ধি পেয়েছে তো সম্প্রতি আবার পেট্রোল-ডিজেলের দাম কমানো প্রসঙ্গে ঘোষণা করে কেন্দ্র। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে যেভাবে মুদ্রাস্ফীতির কারণে জ্বালানি সহ অন্যান্য একাধিক প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, সেই মুহূর্তে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে চিন্তা বেড়ে চলেছে মধ্যবিত্তের। এসকল মাঝে আবার আজ থেকে পেট্রোল এবং ডিজেলের রপ্তানিতে শুল্ক বাড়াতে বলেছে সরকার।

কেন্দ্র সরকারের নতুন নিয়মের অধীনে এবার থেকে পেট্রোলে প্রতি লিটার বাবদ 6 টাকা করে অতিরিক্ত রপ্তানি শুল্ক গুনতে হবে, যেখানে প্রতি লিটার ডিজেলে সেই বৃদ্ধির পরিমাণ 13 টাকা হতে চলেছে। শুধু তাই নয়, বিমানের জ্বালানি(এটিএফ) বাবদও 6 টাকা করে লিটার প্রতি শুল্ক বাড়ানো হবে। তবে আশার কথা, এ কারণে ভারতবর্ষের কোন প্রান্তে পেট্রোল-ডিজেল বাবদ দাম বৃদ্ধি পাবে না।

petrol 7

এক্ষেত্রে কেন্দ্র সরকার জানিয়েছে, “দেশের অন্দরে পেট্রোল এবং ডিজেলের দাম যেভাবে বেড়ে চলেছে, সেখানে তা নিয়ন্ত্রণ করা এবং জ্বালানির পরিমাণ উপযুক্ত হারে মজুত রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এক্ষেত্রে এই নিয়ম নেপাল এবং ভুটানে কার্যকর হবে না বলে জানা গিয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর রপ্তানিকারীদের চিন্তা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। তবে তাদের সেই চিন্তা লাঘু করার জন্য সরকার জানিয়েছে যে, অভ্যন্তরীণ বাজারে 50 শতাংশ পেট্রোল এবং 30 শতাংশ ডিজেল বিক্রি করতে পারবে তারা। তবে শুধুমাত্র জ্বালানি নয়, এদিন সোনার আমদানি শুল্ক 7.5 শতাংশ থেকে বেড়ে 12.5 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর