একধাক্কায় দাম কমল জ্বালানির! দেখে নিন বাংলায় আজ কততে বিকোচ্ছে পেট্রল-ডিজেল?

বাংলা হান্ট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা অব্যাহত। এইমুহুর্তে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রায় ৮৫ টাকা। এমতাবস্থায় কলকাতা-সহ সারা দেশে কোথায় দাঁড়িয়ে পেট্রোল ও ডিজেলের দর? জ্বালানির দরে কি কোনও পরিবর্তন এসেছে? উত্তর হবে ‘হ্যাঁ’। বেশকিছু জেলায় যেমন জ্বালানির দাম বেড়েছে তেমনই বেশকিছু জেলায় জ্বালানির দাম কমেছে। দেখে নিন আপনার জেলায় এখন কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল।

আজ তেলের দাম বেড়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও উত্তর দিনাজপুর। অন্যদিকে জ্বালানির দাম কমেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হুগলিতে।

   

কোচবিহারে পেট্রোলের দাম বেড়েছে ১.০৭ টাকা। জলপাইগুড়িতে পেট্রোলের দাম বেড়েছে ৫৮ পয়সা, নদিয়াতে তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৬২ পয়সা। পাশাপাশি হুগলিতে পেট্রোলের দাম কমেছে ১০ পয়সা, উত্তর ২৪ পরগনায় দাম কমেছে ৩২ পয়সা, পশ্চিম মেদিনীপুরে ৩১ পয়সা। ডিজেলের কথা বললে, জলপাইগুড়িতে বেড়েছে ৫৪ পয়সা এবং নদিয়ায় বেড়েছে ৫৭ পয়সা। অবশ্য ৩০ পয়সা দাম কমেছে উত্তর ২৪ পরগনায়। হুগলিতে কমেছে ১০ পয়সা।

আরও পড়ুন : পুজো কমিটির জন্য বিরাট সুখবর, ফের অনুদান বাড়াতে পারে রাজ্য সরকার! বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী 

আলিপুরদুয়ারে এখন এক লিটার পেট্রলের দাম ১০৭.২৬ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৯০ টকায়। সেখানে বাঁকুড়ায় পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৪৪ টাকায়। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.১৫ টাকা। বীরভূমে পেট্রল বিক্রি হচ্ছে ১০৬.৬৪ টাকায় ও ডিজেল ৯৩.৩৪ টাকায়। কোচবিহারে পেট্রলের দাম এখন ১০৭.৫১ টাকা এবং ডিজেল ৯৩.৯৩ টাকা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.৮৩ এবং ১০৬.৩৬ টাকা। এই দুই জেলায় ডিজেলের দাম যথাক্রমে ৯৩.৫০ এবং ৯৩.০৭ টাকা।

আরও পড়ুন : মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড ডেটা, বাজার দখল করতে জম্পেশ প্ল্যান লঞ্চ করল Airtel

দার্জিলিং-এ এক লিটার পেট্রল কিনতে খরচ করতে হচ্ছে ১০৫.৯৮ টাকা এবং ডিজেল ৯২.৭২ টাকা। জলপাইগুড়িতে পেট্রলের দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের দাম সেখানে লিটার পিছু ৯৩.০২ টাকা। এদিকে মালদায় পেট্রলের দাম ১০৫.৯১ টাকা, ডিজেল ৯২.৬৫ টাকা। অপরদিকে ঝাড়গ্রামে পেট্রল বিকোচ্ছে ১০৬.৭২ টাকায় এবং ডিজেল বিক্রি হবে ৯৩.৩৭ টাকায়।

আরও পড়ুন : ভোগান্তি! এই মাসে দু’দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা! বিপদে পড়ার আগে দেখুন তারিখ

যদিও কলকাতায় আজ পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত। শহরে লিটার পিছু পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। এদিকে ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রল বিক্রি হচ্ছে ১০৫.৯৮ টাকায়‌। যেখানে ডিজেলের দাম রয়েছে লিটার পিছু ৯২.৭১ টাকা। অপরদিকে হাওড়ায় পেট্রলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা। মুর্শিদাবাদে এক লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১০৭.০১ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রলের দাম রয়েছে ১০৬.২৮ এবং ১০৬.২২ টাকা করে। এবং ডিজেলের দাম ৯৩ এবং ৯২.৯৪ টাকা করে।

64958712.cms

অপরদিকে নদিয়ায় পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৭.৬৬ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৪৮ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের রয়েছে ১০৫.৯৫ ও ১০৫.৫৯ টাকা। অন্যদিকে ডিজেল বিক্রি হচ্ছে লিটার পিছু ৯২.৬৬ এবং ৯৩.২৫ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রোলের বিক্রি হচ্ছে ১০৬.৫৭ এবং ১০৬.২৬ টাকায় এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.২৭ এবং ৯২.৯৯ টাকায়। পুরুলিয়ায় পেট্রোল বিক্রি হচ্ছে ১০৭.৩৮ টাকায় যেখানে ডিজেল বিক্রি হচ্ছে ৯৪.০৩ টাকায়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর