জন সাধারণের মাথায় হাত! পশ্চিমবঙ্গের এই জেলাগুলোতে বাড়ল পেট্রল-ডিজেলের দাম

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে দাম কমেছে পেট্রোল ও ডিজেলের। কেন্দ্র সরকার দ্বারা এক্সাইজ ট্যাক্স এবং রাজ্য সরকারের ভ্যাট কমানোর ফলে বর্তমানে বেশ কিছুটা সুরাহা হয়েছে সাধারণ জনতার। তবে আজ লক্ষ্মীবারে ফের একবার দাম বাড়লো জ্বালানি তেলের। তবে এক্ষেত্রে এলাকাভিত্তিক ভাবে চিত্রটি ভিন্ন রকমের দেখা গিয়েছে। বাংলার কোথাও দাম বেড়েছে তো আবার কোন কোন জেলায় পেট্রোল-ডিজেলের দাম অনেকাংশে কমেছে বলে খবর।

এক্ষেত্রে কলকাতা শহরের দাম অপরিবর্তিত থাকলেও বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়ার মধ্যে জেলায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। আবার অন্যদিকে হাওড়া, জলপাইগুড়ি, নদীয়া এবং বাঁকুড়ার মতো জায়গায় সেই দাম অনেকটাই কম। আজ কোন জেলায় জ্বালানি তেলের দাম কত, তা একবার দেখে নেওয়া যাক।

আলিপুরদুয়ার: এই জেলায় আজ পেট্রোল প্রতি লিটার 106.81 টাকা এবং প্রতি লিটার ডিজেল 93.49 টাকায় বিক্রি করা হচ্ছে।

বাঁকুড়া: এখানে প্রতি লিটার পেট্রোল 106.24 টাকা এবং ডিজেল প্রতি লিটারে 92.96 টাকায় মিলছে।

কোচবিহার: এখানে প্রতি লিটার পেট্রোল 106.22 এবং ডিজেল প্রতি লিটারে 92.93 টাকায় মিলছে।

উত্তর ও দক্ষিণ দিনাজপুর: দুই দিনাজপুরে পেট্রোলের দাম প্রতি লিটারে 106.51 টাকা ধার্য করা হয়েছে, যেখানে ডিজেল পাওয়া যাচ্ছে যথাক্রমে 93.21 এবং 93.07 টাকায়।

দার্জিলিং: এখানে 105.86 টাকায় পেট্রোল এবং 92.60 টাকা প্রতি লিটারে ডিজেল পাওয়া যাচ্ছে।

জলপাইগুড়ি: এখানে আপনি পেট্রোল প্রতি লিটারে 105.71 টাকায় পেয়ে যাবেন, যেখানে ডিজেল বাবদ প্রতি লিটারে দিতে হবে 92.46 টাকা।

ঝাড়গ্রাম: এই জেলায় পেট্রোলের দাম 106.92 এবং ডিজেল প্রতি লিটারে 93.55 টাকা।

কলকাতা: কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এখানে আপনি পেট্রোল প্রতি লিটারে 106.03 এবং ডিজেল 92.76 টাকায় পাবেন।

হাওড়া: পেট্রোলের দাম প্রতি লিটারে 106.03 টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম 92.76 টাকা।

নদীয়া: এই জেলায় পেট্রোলের দাম 106.20 টাকা এবং প্রতি লিটার ডিজেল মিলবে 93.85 টাকায়।

পুরুলিয়া: এখানে পেট্রোলের দাম 107.17 টাকা এবং ডিজেল প্রতি লিটারে ধার্য করা হয়েছে 93.83 টাকা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর