ফের কর কমাল কেন্দ্র, আবারও কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েক মাস ধরে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আর যার ফলে নাজেহাল হয়ে পড়ছেন সাধারণ মানুষ। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলির সময় পেট্রোল-ডিজেলের উপর কর ছাড়ের ঘোষণা করার পর দাম অনেকটাই কমেছি। সেইসময় প্রতি লিটার পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ৭ টাকা শুল্ক কমায় কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে, আগামীদিনে নাকি এই দাম আরও কমতে পারে।

দেশের মধ্যে এই জ্বালানীর কর সবার আগে বিজেপিশাসিত রাজ্যগুলো কমিয়েছিল। আর এরপরে বিরোধীশাসিত রাজ্যগুলিও চাপে পড়ে দাম কমাতে বাধ্য হয়। যদিও পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত কর কমায়নি। বিরোধী দলের বিক্ষোভের পরেও দাম অপরিবর্তিত রেখেছে পশ্চিমবঙ্গ সরকার।

কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ১০৪.৬৮ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা। আবার দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটার ৯৫.৪১ টাকা এবং ডিজেলর দাম ৮৬.৬৭ টাকা। মুম্বইতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৯.৯৮ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯৪.১৪ টাকা, চেন্নাইতে দাম ১০১.৪০ টাকা/লিটার এবং ডিজেলের দাম ৯১.৪৩ টাকা/লিটার।

0b6cc51382c9bfa85283b747d0ac93f612c2fea3 16x9

বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই আরও কমতে পারে জ্বালানীর দাম। ইতিমধ্যে ইথানলের উপর থেকে জিএসটি কমিয়েছে কেন্দ্র। এই ইথানল পরিশোধিত পেট্রল তৈরিতে কাজে লাগে। Ethanol Mixed Petrol (EBP)-এর আওতায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পেট্রল-ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি জানান, ইথানলের উপর থেকে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

সম্পর্কিত খবর