সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ! বাড়ল তেলের দাম, বাংলার এই জেলায় আজ আকাশ ছোঁয়া পেট্রোল

বাংলাহান্ট ডেস্ক : মধ্যবিত্তদের পক্ষে সোনার গয়না কেনা এখন যেমন সম্ভব নয়, ঠিক তেমনি পেট্রোলের দাম বাড়তে থাকায় গাড়ি কেনার স্বপ্ন থেকেও পিছিয়ে আসতে হচ্ছে তাদের। বলা বাহুল্য, আবার বাড়লো পেট্রোলের দাম। আজ বাংলার ১০ জেলায় যেমন জ্বালানি তেলের দাম বেড়েছে, তেমনি অন্যদিকে আট জেলায় আজ কমেছে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম।

কলকাতা লাগোয়া বেশ কিছু জেলায় আজ মঙ্গলবার জ্বালানি তেলের দামে পরিবর্তন এসেছে। কোন জেলায় তেলের দাম কত, তা একনজরে দেখে নেয়া যাক। আজ পেট্রোলের দাম সর্বোচ্চ ৯৮ পয়সা পূর্ব মেদিনীপুরে বাড়লেও সবচেয়ে দামী পেট্রোল বিকোচ্ছে কোচবিহারে লিটার প্রতি ১০৭.৩৯ টাকায়। এদিকে আজ বাংলায় আট জেলায় কমেছে পেট্রোলের দাম।

এই আবহে কোন জেলায় আজ কততে পেট্রোল, ডিজেল বিক্রি হচ্ছে, তা জেনে নেওয়া যাক।আলিপুরদুয়ারে আজ পেট্রোলের দাম লিটার পিছু ১০৭.২৬ টাকা, ডিজেল ৯৩.৯০ টাকা। বাঁকুড়ায় পেট্রোলের দাম ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.০১ টাকা। বীরভূমে পেট্রোলের দাম ১০৬.৬৪ টাকা, ডিজেল ৯৩.৩৪ টাকা।

কোচবিহারে পেট্রোল ১০৭.৩৯ টাকা ও ডিজেল ৯৪.০৩ টাকা দিয়ে কিনতে হচ্ছে আমজনতাকে।উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রোল বিকোচ্ছে ১০৬.২২ এবং ১০৬.৩৬ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.৪৩ এবং ৯৩.০৭ টাকায়। দার্জিলিঙে পেট্রোল ১০৫.৯৮ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা। হুগলিতে আজ পেট্রোল লিটার পিছু ১০৬.১০ টাকা, ডিজেল ৯২.৮৩ টাকা। 

petrol pump scooty

জলপাইগুড়িতে পেট্রোলের দাম ১০৫.৭৩ টাকা, ডিজেল লিটার পিছু ৯২.৪৮ টাকা। মালদায় পেট্রোলের দাম ১০৫.৯৬ টাকা, ডিজেল ৯২.৭০ টাকা। ঝাড়গ্রামে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৮৯ টাকায়, ডিজেল ৯৩.৫৫ টাকায়। সপ্তাহের দ্বিতীয় দিনে যদি পেট্রোল ডিজেলের দাম এত হয় তাহলে সপ্তাহের শেষ দিনে দাম বেড়ে কোথায় যাবে তা নিয়েই কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর