রাস্তায় পড়ে থাকা অর্থ তুলে নিন নির্দ্বিধায়, ফিরতে পারে আপনার সুদিন

বাংলাহান্ট ডেস্কঃ রাস্তা ঘাটে পথ চলতে চলতে আমরা অনেক সময় অর্থ (money) পড়ে থাকতে দেখি। আমাদের মধ্যে অনেকেই সেই পয়সা নির্দ্বিধায় তুলে পকেটে পুড়ে নেন, অথবা মন্দিরে দান করেন দেন, কিংবা গরীব মানুষকে দিয়ে সাহায্য করে থাকেন। তবে কিন্তু অনেকেই আবার ভাবেন যে- রাস্তায় পড়ে থাকা দু টাকাও যদি সে কুড়িয়ে নেয়, তাহলে অকারণেই তাঁর ২০ টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই কারণেই অনেকেই সেই অর্থ তোলেন না।

তবে কিন্তু শাস্ত্র বলছে, অর্থ মা লক্ষ্মীর প্রতীক। তাই পথে অর্থ পড়ে থাকলে দেখলে, তা এড়িয়ে যাওয়ার অর্থ মা লক্ষ্মীকে অপমান করা। এতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হন। তাই শাস্ত্র মতে পড়ে থাকা অর্থ কুড়িয়ে বিশেষ কাজে ব্যবহার করুন।

1 76

যেমন ধরুন, আপনি কোন কাজে যাচ্ছেন আর সেই সময় রাস্তায় টাকা পড়ে থাকতে দেখলেন, কোন কিছু না ভেবে নির্দ্বিধায় তুলে নিন সেই টাকাটা। অফিসে কোন এককোণে রেখে দিন, কিংবা ঠাকুরের মূর্তির পাশেও রেখে দিতে পারেন। ভুল করেও নিজের কাজে ব্যয় করবেন না।

2000 note web 1

আবার যদি অফিস থেকে ফেরার পথে রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেন, তা তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসুন। বাড়িতে নিয়ে এসে সেই টাকাটা যত্ন করে গুছিয়ে রাখুন। নিজের সঞ্চিত অর্থের সঙ্গে নয়, আলাদা করে কোন স্থানে রেখে দিন। নাহলে নিজের সঞ্চিত অর্থের সঙ্গে রাখলে, তা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর