সৌরভ আমার বন্ধু নয়! IPL-এ দিল্লি ক্যাপিটালসের হতশ্রী পারফরম্যান্সের পর জানিয়ে দিলেন পন্টিং  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলটা একেবারেই ভালো কাটেনি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই তারা চাপে ছিল। তাদের নিয়মিত অধিনায়ক এবং মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভ রিশভ পন্থ গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে চলতি আইপিএলে (IPL 2023) অংশগ্রহণ করতে পারবেন না এটা অনেক আগেই জানা হয়ে গিয়েছিল। কিন্তু অনেক আগে থেকে জানা সত্ত্বেও তার অভাব পূরণ করে উঠতে পারেনি দিল্লির বাকি ক্রিকেটাররা।

দলের কোচিংয়ের দায়িত্বে অনেক দিন ধরেই রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। পন্থের অনুপস্থিতিতে দলের ম্যানেজমেন্টের সঙ্গে পরামর্শ করে তিনি ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক ঘোষণা করেন চলতি মরশুমের জন্য। এরপর দলের সঙ্গে ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে যোগদান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এর আগে ২০১৯ সালে যখন তিনি মেন্টর হিসেবে দলের সঙ্গে ছিলেন তখন অসাধারণ পারফরম্যান্স করেছিল দিল্লি। সৌরভ-পন্টিং যুগলবন্দী আরো একবার সাফল্য এনে দেবে এই দলকে এমনটা আশা করেছিলেন সমর্থকরা।

ganguly ponting dc

কিন্তু দুর্ভাগ্যবশত তেমনটা হয়নি। টুর্নামেন্টের বেশিরভাগ সময়টাই কেটে যাওয়ার অনেক পরে দিল্লি, নিজেদের সঠিক টিম কম্বিনেশন খুঁজে বার করতে পেরেছে। কিন্তু চলতি মরশুমে তারা বেশিরভাগ ম্যাচ হেরে গিয়েছে এবং খাতায়-কলমে এখনো টুর্নামেন্টের টিকে থাকলেও তাদের আর আশা নেই বললেই চলে। এরই মধ্যে আজ পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার আগে সৌরভের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মুখ খুলেছেন দিল্লি কোচ রিকি পন্টিং।

সৌরভ সম্পর্কে তিনি বলেছেন, “ও ২০১৯ সালে আমাদের সঙ্গে ছিল। তারপর ক্রিকেটের বৃহত্তম ক্ষেত্রে কাজ করে এখন ফের আমাদের সঙ্গে যোগ দিয়েছে। আমরা মাঠে বহুবার একে অপরের বিরুদ্ধে লড়াই করেছি। তবে আমার নিজের ব্যক্তিগত ধারণা আমার চেয়ে স্টিভ ওয়া-র সঙ্গেই ওর প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা একটু বেশি ছিল।”

তারপর তিনি আরও যোগ করেছেন, “আমরা বন্ধু নই ঠিকই, কিন্তু আমাদের মধ্যে যাবতীয় দূরত্ব যখন প্রথম বার আমরা একসাথে এই দলের হয়ে কাজ করেছিলাম তখনই ঘুচে গিয়েছে। দলকে সাফল্য এনে দিতে গেলে আমাদের এক সঙ্গে কাজ করতেই হবে। আমরা অতীতকে পেছনে ফেলে এসেছি।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর