দুর্নীতির অভিযোগ এবার সরাসরি বাম মুখ্যমন্ত্রী বিজয়নের বিরুদ্ধে, হস্তক্ষেপ চেয়ে কংগ্রেসের চিঠি ইয়েচুরিকে

বাংলাহান্ট ডেস্ক : এবার দুর্নীতির অভিযোগ উঠল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে। বামেদের একমাত্র মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের তোলা এহেন অভিযোগে কার্যতই অস্বস্তিতে লাল শিবির।সম্প্রতি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর উচ্চশিক্ষা মন্ত্রীর নামে আর্থিক তছরূপের অভিযোগ জমা পড়েছে লোকাযুক্তের কাছে। অভিযোগ, দুর্যোগ মোকাবিলার জন্য বরাদ্দ অর্থ বন্টনে গাফিলতি করেছেন তিনি।

লোকাযুক্তের বিচার পদ্ধতি হল কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তার শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য মন্ত্রীসভা। যদিও সরকার চাইলেই এই সিদ্ধান্তকে অগ্রাহ্য করতেই পারে। তবে ভবিষ্যতে অন্য কোনো সরকার চাইলেই আবার শুরু করতে পারে সেই তদন্ত। এইকারণেই নিজের আখের গুছিয়ে রাখতে তৎপর হয়েছেন বামেদের সবেধন নীলমনি মুখ্যমন্ত্রী। তিনি অর্ডিন্যান্স করে নতুন আইন আনতে চাইছেন যাতে কোনো সরকার চাইলে লোকায়ুক্তের কোনো তদন্ত বরাবরের জন্যই বন্ধ করে দেওয়া যায়।

এই অর্ডিন্যান্স ঘিরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের। বিরোধীদের অনুরোধে আপাতত অর্ডিনান্সে সাক্ষর করা মুলতুবিই রেখেছেন তিনি। কিন্তু অন্যদিকে এই অর্ডিন্যান্সের সম্পুর্ণ অপসারণের দাবি জানিয়েছে কংগ্রেস। এবার এই ইস্যুতে কাঁটা দিয়েই তাই কাঁটা তুলতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির হস্তক্ষেপের আর্জি জানিয়েছে কংগ্রেস। ইয়েচুরিকে একটি চিঠি লিখে পুরো ব্যাপারটি তলিয়ে দেখারই অনুরোধ জানিয়েছেন কেরলের কংগ্রেস নেতা ভিডি সাথিয়াসান।

Pinarayi Vijayan

কেরালা মডেল নিয়ে বামেদের গর্বের শেষ নেই৷ বিরোধীদের সঙ্গে বিতর্কে কিংবা নিজেদের অতীত গৌরবের স্মৃতিচারণায় বিলুপ্তপ্রায় এই দলের একমাত্র অস্ত্র কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এবার সেই সবেধন নীলমনির বিরুদ্ধেই এহেন অভিযোগে যে কার্যতই অস্বস্তিতে সিপিএম, তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর