চলছে শ্রাবণ মাস, এই ৫ টি গাছ লাগালে মহাদেব হবেন তুষ্ট, দূর হবে আর্থিক সংকট

বাংলা হান্ট ডেস্ক : সনাতন ধর্মাবলম্বী (Sanatan Dharma) মানুষরা শ্রাবণ মাসটিকে ভগবান শিবকে (Lord Shiva) উৎসর্গ করে থাকেন। এই মাসে প্রতিদিন ভগবান শিব ও দেবী পার্বতীর পুজো করা নিয়ম। ভক্তরা বিশ্বাস করে থাকেন যে, এই মাসে ভগবান শিবের আরাধনা করলে ভক্তের যাবতীয় ইচ্ছা পূরণ হয়। শিবভক্তরা এই মাসে ভক্তিভরে দেবাদিদেব ও পার্বতীর পুজো করে থাকেন।

বলা হয় এই শ্রাবণ মাসে (Sawan Month) শিবের পুজো করলে শুধু সুখ, সমৃদ্ধি, শান্তি আসে না, দাম্পত্য জীবনের নানা কলহ-ও দূর হতে পারে। আসলে ভোলানাথের ক্রোধ যেমন মারাত্মক, তাঁকে সন্তুষ্ট করাও তত সহজ। কোথাও কিছু না পেলে বেলপাতা দিয়ে পুজো করলেও তাতে সন্তুষ্ট হয়ে যান তিনি। কথিত আছে, এই মাসে শিবের পুজো করার পাশাপাশি সোমবার বাড়িতে যদি পাঁচটি গাছ যদি বাড়িতে আনা হয় তাহলে শিবের আশীর্বাদ পাওয়া যায়।

প্রথমেই আসবে তুলসী গাছের কথা। হিন্দু সম্প্রদায়ের কাছে তুলসী গাছ অন্যতম পবিত্র। অনেকেই গোটা বছর ধূপ-মোমবাতি দিয়ে তুলসী মঞ্চে পুজো করে থাকেন। বিভিন্ন পুজো অর্চনাতেও কাজে লাগে এই গাছের পাতা। তবে যাদের বাড়িতে তুলসী গাছ নেই, তারা এই শ্রাবণ মাসে তুলসী গাছ নিজের বাড়িতে নিয়ে আসুন। বিষয়টিকে খুব শুভ বলে মনে করা হয়।

উল্লেখ্য, শিবপুরাণে বলা হয়েছে, যদি কোনও ব্যক্তির ইচ্ছা পূরণ না হয়, তাহলে শ্রাবণ মাসে ভগবান শিবকে এক লাখ বেলপত্র নিবেদন করতে হবে। অনেকেই হয়ত জানেন যে, তিনটি বেলপাতাকে শিবের ত্রিনয়নের সঙ্গে তুলনা করা হয়। বলা হয় বেল গাছ শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে যদি বাড়িতে বেল গাছ রোপণ করা যায় তা খুবই শুভ বলে মনে করা হয়। সংসারে আসে সুখ-সমৃদ্ধি।

তুলসী, বেলপাতার পাশাপাশি কলাগাছকেও পবিত্র বলে মনে করেন সনাতন ধর্মের মানুষের। বিয়ের সময়ও কলাগাছের ব্যবহার দেখা যায়। কথিত আছে, কলা গাছে বিষ্ণু বাস করেন। এমতাবস্থায় শ্রাবণ মাসে বাড়িতে কলা গাছ লাগালে তা শুভ বলে মানা হয়। এতে পরিবারের অশান্তি দূর হয়, আর্থিক সমস্যা দূর হয়।

lord shiva worship rules main

এসবের পাশাপাশি অশ্বত্থ গাছকেও শুভ বলে ধরা হয়। বাড়িতে ফাঁকা জায়গা থাকলে সেখানে অশ্বত্থ গাছ লাগান। প্রতি শনিবার সন্ধ্যের সময় আশ্বত্থের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্য লাভ হয়। এছাড়াও শমী গাছকেও শুভ বলে ধরা হয়। এই গাছ লাগালেও সংসারে আসে সুখ সমৃদ্ধি। পরিবারে আসে আর্থিক উন্নতি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর