IPL-এ খেলবে না ইংল্যান্ডের কোনও খেলোয়াড়ই, ফরমান জারি করল ইংলিশ ক্রিকেট বোর্ড

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। করোনার কারণে প্রথম পর্বে আইপিএল বাতিল করা হলেও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তা শেষ করবে বিসিসিআই। দুবাইতে আইপিএলের ফাইনাল রয়েছে ১৫ অক্টোবর। কিন্তু তার আগেই এবার বড় দুঃসংবাদ এল ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য। আইপিএলের দ্বিতীয় পর্ব থেকেই ইতিমধ্যেই নাম তুলে নিয়েছেন ৬ জন ইংরেজ ক্রিকেটার। ফলে এখন মাত্র ১০ জন ইংরেজ খেলোয়াড়কেই পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।

কিন্তু এবার জানা গিয়েছে, সেক্ষেত্রেও তৈরি হচ্ছে বড় বাধা। আইপিএলের প্লে অফের আগেই দেশে ফিরতে হবে ন জন ইংরেজ ক্রিকেটারকে। যার জেরে বড় ফল ভুগতে হতে পারে ফ্র্যাঞ্চাইজি গুলিকে। আরসিবিতে অন্তর্ভুক্ত জর্জ গার্টেনই কেবলমাত্র খেলবেন আইপিএল। বাকি খেলোয়াড়রা ৯ অক্টোবর ফিরে যাবেন দেশে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ১৪ এবং ১৫ অক্টোবর পাকিস্তানের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। সেই কারণেই খেলোয়াড়দের উদ্দেশ্যে এই নির্দেশ দিয়েছে ইসিবি।

এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে কেকেআর। কারণ কলকাতার ক্যাপ্টেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ১০ অক্টোবর শুরু হওয়া প্লে-অফে পৌঁছতে পারলে অধিনায়ককেই সাথে পাবে না কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ধোনির চেন্নাই সুপার কিংস দলে রয়েছেন স্যাম ক্যুরান এবং মঈন আলীর মতো খেলোয়াড়রা প্লে-অফের আগে দেশে ফিরে যাবেন তারাও। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হবে রাজস্থান এবং দিল্লিও। কারণ একদিকে যেমন রাজস্থানে রয়েছেন লিয়াম লিভিংস্টোন তেমনি দিল্লি ক্যাপিটালস রয়েছেন টম ক্যুরান।

897946 ipl 2020 6

পঞ্চম টেস্ট বাতিল হওয়ার পর থেকেই কিছুটা মতবিরোধ সৃষ্টি হয়েছে বিসিসিআই এবং ইসিবির মধ্যে। এবার ইংল্যান্ড খেলোয়াড়দের জন্য ক্ষতিগ্রস্ত হল আইপিএলও। প্রসঙ্গত উল্লেখ্য একবারই এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এবারের সফরে তাদের প্রথম ম্যাচ রয়েছে ২৩ অক্টোবর, সেদিন তারা মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর