দ্বিতীয় ধাপে করোনার টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ ১৬ জানুয়ারি থেকে গোটা দেশে শুরু হয়েছে করোনার টিকাকরণ অভিযান। দেশের ৩ লক্ষ ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের প্রথম পর্যায়ে স্বদেশী করোনার টিকা দেওয়া হয়েছে। এরপরের ধাপে আরও ৩০ কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে কেন্দ্র।

এছাড়াও ভারতের প্রতিবেশী মিত্র দেশ গুলির কাছে স্বদেশী করোনার টিকা পৌঁছে দিচ্ছে ভারত। ভারতের থেকে করোনার টিকা নেওয়ার জন্য এখনো পর্যন্ত ১০ টির উপরে দেশ আবেদন করেছে। তবে প্রতিবেশী প্রথম নীতি অনুযায়ী, আগে প্রতিবেশী দেশগুলোকে ভ্যাকসিন দেওয়ার পরেই অন্য দেশগুলোর কাছে টিকা পৌঁছে দেওয়া হবে।

ভারতে করোনার টিকাকরণ অভিযান শুরু হওয়ার পর থেকেই বিরোধী দল গুলো লাগাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করোনার ভ্যাকসিন নিয়ে আক্রমণ করে আসছে।

তাঁদের দাবি অনুযায়ী, আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে করোনার টিকা নিয়ে দেখাক যে এই টিকা নির্ভরযোগ্য এবং সুরক্ষিত। তারপর দেশবাসীদের এই টিকা দেওয়া হোক। সুত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় ধাপে করোনার টিকা নিতে পারেন।

আগামী মার্চ অথবা এপ্রিল মাসে টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বদেশী করোনার ভ্যাকসিন নিতে পারেন বলে জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত এই নিয়ে কোনও আধিকারিক ঘোষণা করা হয় নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর