আপনার সন্ন্যাস নেওয়াতে ১৩০ কোটি ভারতীয় নিরাশ হয়েছে, ধোনিকে চিঠি লিখে বললেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্কঃ টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ধোনিকে চিঠি লিখে ওনার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী চিঠিতে লেখেন, আপনার মধ্যে নতুন ভারতের আত্মা দেখা যায়, আপনি বুঝিয়ে দিয়েছেন যে যুবশক্তির নিয়তি তাঁদের পরিবার ঠিক করে দেয় না, তাঁরা নিজেদের লক্ষ্য আর নাম নিজেরাই হাসিল করে নেয়।

ধোনি ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছার জন্য ওনাকে ধন্যবাদ জানান। ধোনি লেখেন, একজন শিল্পী, সেনা আর খেলোয়াড় প্রশংসার ভুখা হয়। তাঁরা সবসময় চায় যে, তাঁদের মেহনত তাঁদের বলিদান যেন সবাই জানতে পারে। প্রশংসা আর শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী লেখেন, আপনি ১৫ ই আগস্টের দিন সাধারণ আন্দাজে একটি ভিডিও শেয়ার করেছিলেন, সেটা সবার বোঝার জন্য যথেষ্ট ছিল। ১৩০ কোটি ভারতীয় নিরাশ হয়েছে, এর সাথে সাথে আপনি বিগত দেড় দশকে ভারতের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁরা কৃতজ্ঞ। উনি আরও লেখেন, মুশকিল সময়ে আপনার নির্ভরতা আর খেলা শেষ করার আন্দাজ, বিশেষ করে ২০১১ এর বিশ্বকাপের ফাইনাল কয়েক দশক মানুষ মরে রাখবে।

প্রধানমন্ত্রী লেখেনে, যদি আপনার ক্যারিয়ারের পরিসংখ্যান দেখা হয় তাহলে আপনি ভারতের সবথেকে সফল অধিনায়ক হিসেবে খ্যাত। ভারতকে বিশ্বের এক নম্বর দল বানানোর পিছনে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ক্রিকেট ইতিহাসে আপনার নাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান, বিশ্বশ্রেষ্ঠ অধিনায়ক আর নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ উইকেট রক্ষক হিসেবে মনে রাখা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর