ভারতের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া হবে করোনার ভ্যাকসিন, জানালেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ করোনার আবহের মধ্যে আজ দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করা হল। আর এই শুভ অবসরে লাল কেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বড় ঘোষণা করেন। উনি বলেন, গোটা দেশের (India) বিজ্ঞানীরা তিন-তিনটি করোনা ভ্যাকসিনের উপর কাজ করছেন। তিনটি ভ্যাকসিন আলাদা আলাদা পর্যায়ে আছে। যখন বইজ্ঞানিকদের থেকে সবুজ সঙ্কেত পাওয়া যাবে, তখনই দেশে তৈরি করোনা ভ্যাকসিনে বড় সংখ্যায় উৎপাদন শুরু হবে। এর সাথে সাথে করোনার ভ্যাকসিন প্রতিটি ভারতীয়র কাছে পৌঁছে দেওয়ার রূপরেখাও তৈরি আছে বলে জানান তিনি।

উনি বলেন, করোনার ভ্যাকসিন কখন প্রস্তুত হবে সেটি বড় প্রশ্ন। দেশে আমাদের বৈজ্ঞানিক ঋষি-মুনিদের মতই আপ্রাণ চেষ্টা করে চলেছেন। ওনার কড়া পরিশ্রম করছেন। ভারতে একটি না, তিন-তিনটি ভ্যাকসিনের টেস্টিং আলাদা আলাদা পর্যায়ে চলছে। বৈজ্ঞানিকরা সবুজ সঙ্কেত দিলেই প্রচুর পরিমাণে ভ্যাকসিন তৈরি করা হবে। এই কাজ করার জন্য সমস্ত প্ল্যান রেডি। প্রতিটি ভারতীয়র কাছে যাতে সহজেই এই ভ্যাকসিন পৌঁছে যায়, সেটার রূপরেখা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যখন করোনা শুরু হয় তখন দেশে করোনার টেস্টিংয়ের জন্য মাত্র একটি ল্যাব ছিল। আজ গোটা ভারতে ১ হাজার ৪০০ এর বেশি ল্যাব আছে। উনি নিজের ভাষণে কোটি কোটি করোনা যোদ্ধাদেরও প্রশংসা করেন। উনি বলেন, এই সময় গোটা দেশ একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। করোনার এই সময়ে করোনা যোদ্ধারা দেশের প্রতিটি মানুষকে একটি নতুন মন্ত্র দিয়েছেন। আর সেটা হল, ‘সেবা পরম ধর্ম।”

উনি বলেন, এই মন্ত্রের সাথেই দেশের জনতাদের তাঁরা দিনরান এক করে সেবা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তাঁদের প্রনামও জানান। এর সাথে সাথে তিনি করোনা আক্রান্ত পরিবারের প্রতি সমবেদনাও ব্যাক্ত করেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর