স্বদেশী করোনার ভ্যাকসিন অনুমোদন পাওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ডিসিজিআই দ্বারা ভারতে দুটি করোনার ভ্যাকসিনের অ্যাপ্রুভাল দেওয়ার পর দেশবাসীকে শুভেচ্ছা জানান। ডিসিজিআই আজ রবিবার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডি আর ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিনকে মজুরি দিয়েছে।

ভারতে করোনার ভ্যাকসিনের মঞ্জুরির পর প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, করোনার বিরুদ্ধে লড়াইকে মজবুত করার জন্য এটি একটি নির্ণায়ক মোড়। ডিসিজিআই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আর ভারত বায়োটেকের ভ্যাকসিনকে মঞ্জুরি দিয়ে এক সুস্থ আর করোনা মুক্ত রাষ্ট্রের মার্গ প্রদর্শন করেছে।

প্রধানমন্ত্রী আরেকটি ট্যুইট করে লেখেন, ‘এটি ভারতীয়দের জন্য গর্বের বিষয় যে, যেই দুটি ভ্যাকসিনকে মঞ্জুরি দেওয়া হয়েছে সেগুলো ভারতেই তৈরি। আত্মনির্ভর ভারতের জন্য আমাদের বৈজ্ঞানিকরা কতটা উৎসুক, সেটারই প্রমাণ এটা।”

আরেকটি ট্যুইটে তিনি লেখেন, ‘বিপরীত পরিস্থিতিতে অসাধারণ কাজ করা জন্য আমি ডাক্তার, মেডিক্যাল স্টাফ, বৈজ্ঞানিক, পুলিশকর্মী, সাফাইকর্মী আর সমস্ত করোনা যোদ্ধাদের আবারও ধন্যবাদ জানাই। বহু মানুষের প্রাণ বাঁচানোর জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব।”


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর