ভারতীয় সেনারাই পদক এনে দেবে, আগেই ভবিষৎবাণী করেছিলেন নরেন্দ্র মোদী, ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ ১৩ বছরের খরা কাটিয়ে দেশের হয়ে অলিম্পিক মঞ্চে স্বর্ণপদক লাভ করে গোটা ভারতকে গর্বিত করেছেন নীরাজ চোপড়া। তবে নীরাজ চোপড়া শুধু একজন ক্রীড়াবিদ নন, তিনি ভারতীয় সেনার একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধিও। সুবেদার হিসেবে দেশের হয়ে নিজের কর্তব্য পালন করেন তিনি। ভারতীয় সেনার পক্ষ থেকে এর আগেও রাজ্যবর্ধন সিং রাঠোর, সুশীল কুমার, মেজর ধ্যানচাঁদ, মিলখা সিংরা আন্তর্জাতিক মঞ্চে পদক জিতে ভারতকে গর্বিত করেছেন।

রাজ্যবর্ধন সিং রাঠোরের জীবন তো এক্ষেত্রে বড় উদাহরণ, একদিকে যেমন পাকিস্তানের বিরুদ্ধে কারগিলে লড়াই করেছিলেন তিনি তেমনি অন্যদিকে শুটিংয়ে ভারতকে এনে দিয়েছিলেন অলিম্পিক পদক। এবার সেই তালিকায় যুক্ত হলো নীরজ চোপড়ার নামও। ভারতীয় সেনা যে তাকে অনেক মনোবল দিয়েছে, তার অনুশীলনকে আরও সুন্দরভাবে চালিয়ে যেতে সাহায্য করেছে। এ কথা বারবারই স্বীকার করে নিয়েছেন এই জাবলিন থ্রোয়ার।

এই সূত্র ধরেই রীতিমত ভাইরাল হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর একটি পুরনো ভিডিও। দেখা যায় এই ভিডিওটিতে নরেন্দ্র মোদী বলছেন, “একশো কুড়ি কোটি দেশে আমরা কি ভাল খেলোয়াড় খুঁজে পেতে পারি না। যদি শুধুমাত্র ভারতীয় সৈন্যকে এই কাজ দেওয়া হয়, যারা নতুন যোগদান করেছেন তাদের মধ্যে থেকে ম্যাপিং করে যাদের খেলার প্রতি ভালোবাসা আছে তাদেরকে আলাদা করে ট্রেনিং দেওয়া যায় পাঁচ সাতটি পদক তো ভারতীয় সেনা জানতে পারে।”

 

বিশেষত নীরজের স্বর্ণপদক লাভের পর রীতিমত ভাইরাল হয়ে উঠেছে এই পুরনো ভিডিওটি। পরবর্তী ক্ষেত্রে নিজেদের সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী এবং তাকে জিজ্ঞেস করছেন সেনা তোমাকে কিভাবে সাহায্য করেছে? ভারতীয় সেনার ভালোবাসার কথা নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন নীরজ এবং এই কাজ তাকে কিভাবে প্রশিক্ষণ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তাও ব্যক্ত করেছেন তিনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর