ব্রিগেডে এক মঞ্চে হাজির হবেন মোদী-মমতা! লোকসভা ভোটের আগে নয়া সমীকরণ

বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বর মাসে মেগা ইভেন্ট করতে চলেছে বিজেপি (BJP)। আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন ব্রিগেডে (Kolkata Brigade Parade Ground) লক্ষ কণ্ঠে গীতাপাঠের কর্মসূচি নিয়েছে বিভিন্ন সনাতনী সংগঠন। আর সেখানে উপস্থিত থাকার কথা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। উল্লেখ্য, এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu), কিন্তু শেষ পর্যন্ত যা খবর, প্রধানমন্ত্রী থাকতে পারেন এই অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনও সম্মতি না এলেও আয়োজকদের দাবি, মোদীর সফর একপ্রকার পাকা। অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ নামে একটি সংগঠন এই কর্মসূচি নিয়েছে। সেই সংগঠনের সঙ্গে রয়েছে বাংলার বিভিন্ন মঠ এবং মন্দির।

ওই সংগঠনের সভাপতি তথা ভারত সেবাশ্রম (Bharat Sevashram) সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ এই প্রসঙ্গে বলেন, ‘এই কর্মসূচি সকলের জন্য। কোনও রাজনীতি নয়। মানব কল্যাণের লক্ষ্য নিয়েই এই অনুষ্ঠান। আমরা প্রথমে ঠিক করেছিলাম মাননীয় রাষ্ট্রপতি আসুন। পরে আমরা প্রধানমন্ত্রীর কথা ভাবি। সব ঠিক থাকলে উনি ওই দিন অনুষ্ঠানে থাকছেন। সকলের সঙ্গে গীতা পাঠে অংশও নেবেন।’

Mamata Banerjee,Narendra Modi,Brigade Parade Ground,Kolkata,Kolkata Brigade,কলকাতা ব্রিগেড,BJP,TMC,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor,Hindu,Geeta

তিনি আরও জানান, ‘আমরা কমপক্ষে এক লক্ষ মানুষের সমাবেশ করব। সমবেত কন্ঠে তাঁরা গীতা পাঠ করবেন। এটা অতীতে বিশ্বের কোথাও কখনও হয়নি।’ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হবে। এই প্রসঙ্গে স্বামী প্রদীপ্তানন্দ বলেন, ‘সব রাজনৈতিক দলের সাংসদ, বিধায়কদেরও আমন্ত্রণ জানাব। সামনেই জগদ্ধাত্রী পুজো রয়েছে। তা মিটে গেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে।’