রোজগার মেলায় ৭১ হাজার নিয়োগপত্র বিলি, যুব সম্প্রদায়কে বড় উপহার প্রধানমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক: বিভিন্ন সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতের তরুণ প্রজন্মের হাতে চাকরির অভাব রয়েছে। যা নিয়ে সরকারের বিরুদ্ধে বার বার সরব হয়েছে বিরোধীরা। আজ শুরু হতে চলেছে রোজগার মেলা (Job Fair 2022)। এই মেলায় যুব সম্প্রদায় পেয়ে যেতে পারে তাদের মনের মতো চাকরি। 

রোজগার মেলার প্রাক্কালে ভারতের যুব সম্প্রদায়ের জন্য বড় উপহার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়েছে, রোজগার মেলায় ৭১ হাজার নিয়োগপত্র দিতে চলেছেন মোদী। এই চাকরিগুলি দেওয়া হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

Job Fair India

প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি পূরণ করার জন্য এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। দেশের যুব সম্প্রদায়ের হাতে চাকরি দেওয়া নরেন্দ্র মোদীর অন্যতম লক্ষ। এই রোজগার মেলা বর্তমান প্রজন্মকে চাকরি দেওয়ার ক্ষেত্রে একটি প্রভাবক হিসেবে কাজ করবে। এই মেলার থেকে যুবক যুবতীরা ভাল সুযোগ পাবেন যাতে তাঁরা দেশের প্রগতিতে অংশগ্রহণ করতে পারেন।’

উল্লেখ্য, অক্টোবরের রোজগার মেলায় ৭৫ হাজার সদ্য নিয়োজিত মানুষের হাতে তুলে দেওয়া হয়েছিল নিয়োগপত্র। প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছিল, দেশের ৪৫ জায়গায় নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হবে। যদিও এর থেকে বাদ রাখা হয়েছিল গুজরাত ও হিমাচল প্রদেশকে। একইসঙ্গে, আগে পূরণ হওয়া পদগুলির পাশাপাশি শিক্ষক, নার্স, অফিসার, ডাক্তার, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার এবং অন্যান্য কারিগরি ও প্যারামেডিক্যাল পদে নিয়োগ চলছে। বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতেও নিয়োগ চলছে।

Job Fair

প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী ‘কর্মযোগী মডিউল’ চালু করতে চলেছেন। এই মডিউলটি বিভিন্ন সরকারি বিভাগে নবনিযুক্তদের জন্য একটি অনলাইন কোর্স। এতে সরকারি কর্মচারীদের জন্য আচরণবিধি, কর্মক্ষেত্রের নীতি ও সততা, মানবসম্পদ নীতি এবং অন্যান্য জিনিসের সঙ্গে পরিচয় করানো হবে। এর ফলে তাঁরা সমস্ত নীতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবেন।

এগুলির পাশাপাশি নবনিযুক্ত সরকারি কর্মীরা অন্যান্য কোর্সও করতে পারবেন। এই মডিউলের কোর্সগুলি করার জন্য তাঁদের igotkarmayogi.gov.in প্ল্যাটফর্মে যেতে হবে। কর্মযোগী মডিউলের কোর্সগুলি করলে সরকারি কর্মীরা আরও বেশি জ্ঞান অর্জন করবেন, পাশাপাশি তাঁরা নিজেদের দক্ষতার উপরেও কাজ করতে পারবেন। এর ফলে নিজেদের ক্ষেত্রে আরও দক্ষ হয়ে উঠবেন তাঁরা।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর