ইসলামপুরে পুলিশ আধিকারিককে পিটিয়ে খুন!

বাংলা হান্ট ডেস্কঃ আসামীকে গ্রেফতার করতে গিয়ে করুণ পরিণতি হল পুলিশ আধিকারিকের। গণপিটুনির কারণে মৃত্যু হল আইনের রক্ষকের। ভোটের আগের দিন শুক্রবার রাতে ইসলামপুরের পাঞ্জিপাড়া এলাকার বিহারের কিষাণগঞ্জ থানার আইসিকে গণপিটুনি দিয় হত্যা করে গ্রামবাসীরা।

প্রাপ্ত খবর অনুযায়ী, ওই এলাকায় বিহারের কুখ্যাত দুষ্কৃতী ফিরোজের সন্ধানে গিয়েছিলেন পুলিশ আধিকারিক। ফিরোজের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। আর সেই দুষ্কৃতীকে ধরতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারাতে হল বিহারের পুলিশ আধিকারিকের। বিহারের পুর্ণিয়ার আইজি জানিয়েছেন যে, উনি তল্লাশিতে যাওয়ার আগে পাঞ্জিপাড়ার পুলিশ ফাঁড়িকে জানিয়েছিলেন। কিন্তু ওনার অভিযানে বাংলার কোনও পুলিশ আধিকারিক অথবা কর্মী উপস্থিত ছিল কি না, তা জানা যায়নি।

অভিযোগ, পাঞ্জিপাড়া গ্রামে ঢুকে তল্লাশি চালানোর সময় অশ্বিনী কুমারকে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা। আর গুরুতর চোট পাওয়ার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওনার। অশ্বিনী কুমারের মৃত্যুর পর গ্রামে রটিয়ে দেওয়া হয় যে, বাইক চোর সন্দেহে তাঁকে পিটিয়ে মারা হয়েছে।

অশ্বিনী কুমারের মৃত্যুর খবর পাওয়ার পর বিহারের পুর্ণিয়া থানার আইজি সুরেশ প্রসাদ চৌধুরী পশ্চিমবঙ্গে আসেন। তিনি ইসলামপুরের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে ধরা যায়নি বলে জানা গিয়েছে। পুলিশ আধিকারিকের মৃত্যুর ফলে গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর