করোনার টিকা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস, বিজেপি বলল এটা বৈজ্ঞানিকদের অপমান

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) আজ রবিবার স্বদেশী করোনা ভ্যাকসিনকে কয়েকটি শর্তে এমার্জেন্সি ব্যবহার করার জন্য মঞ্জুরি দেওয়া হয়। এরপর থেকে করোনার ভ্যাকসিন নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। একদিকে, কংগ্রেসের বরিষ্ঠ নেতারা করোনার ভ্যাকসিনের মঞ্জুরি দেওয়া নিয়ে প্রশ্ন তুলছে। করোনার ভ্যাকসিন নিয়ে কংগ্রেসের প্রশ্ন তোলায় বিজেপি এটিকে বৈজ্ঞানিকদের অপমান বলে আখ্যা দিয়েছে।

DCGI এর তরফ থেকে অক্সফোর্ডের টিকা কোভিশিল্ড আর ভারত বায়োটেকের টিকা কোভ্যাকসিনের এমার্জেন্সি অবস্থায় মঞ্জুরি দেওয়ার পর কংগ্রেস নেতা শশী থারুর আর জয়রাম রমেশ ট্যুইট করেছেন। কংগ্রেসের নেতারা ভ্যাকসিনের এমার্জেন্সি ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনের কাছে জবাব চেয়েছেন।

শশী থারুর ট্যুইট করে লেখেন, ‘কোভ্যাকসিনের এখনো পর্যন্ত তৃতীয় দফার ট্রায়াল হয়নি। সময়ের আগেই স্বীকৃতি দেওয়া বিপজ্জনক হতে পারে। ডঃ হর্ষবর্ষণকে এটা নিয়ে স্পষ্ট করা উচিৎ। পূর্ণ পরীক্ষণ সমাপ্ত হওয়া পর্যন্ত এর ব্যবহার বন্ধ হওয়া উচিৎ। ভারত আপাতত AstraZeneca ভ্যাকসিনের সাথে অভিযান শুরু করতে পারে।”

কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ এরকমই প্রশ্ন তুলে বলেন, ‘ভারত বায়োটেক একটি প্রথম শ্রেণীর উদ্যোগ, তবে এটি আশ্চর্যের বিষয় যে কোভাক্সিনের জন্য তিন ধাপের ট্রায়াল সম্পর্কিত আন্তর্জাতিকভাবে গৃহীত প্রোটোকলগুলি সংশোধন করা হচ্ছে! স্বাস্থ্য মন্ত্রীকে এই নিয়ে জবাব দিতে হবে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর