সরকারের বড় ঘোষণা : রেশন কার্ড থাকলেই মিলবে ২৫০০ টাকা নগদ

আপনারও যদি রেশন কার্ড (ration card) থাকে তবে আপনাকে রাজ্য সরকার থেকে নগদ ২৫০০ টাকা দেওয়া হবে। পোঙ্গলের আগে তামিলনাড়ু (Tamil Nadu) সরকারের পক্ষ থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের। শনিবার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পলানিস্বামী সমস্ত কার্ডধারীদের ২৫০০ টাকা নগদ দেওয়ার ঘোষণা করেছিলেন। পোঙ্গল উৎসবের আনন্দে এই নগদ বিতরণ করার ঘোষণা দিয়েছে সরকার। ৪ জানুয়ারি থেকে বিতরণ করা হবে এই টাকা।

moneysm

রাজ্য সরকার রেশন কার্ডধারীদের সস্তা চিনি সরবরাহ করেছে। মুখ্যমন্ত্রীর মতে, পোঙ্গল প্যাকেজ থেকে ২৬ মিলিয়ন কার্ডধারীরা উপকৃত হবে এবং পোঙ্গল উত্সবের আগেই এই টাকা বিতরণ করা হবে। জানিয়ে রাখি আগামী ১৪ জানুয়ারি কৃষির উৎসন পোঙ্গল অনুষ্ঠিত হবে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারত জুড়ে।

তামিলনাড়ু সরকার গত বছর চাল কিনতে সাধারণ মানুষকে এক হাজার টাকা দিয়েছিল এবং এ বছর তা বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে। এ ছাড়া এক কেজি চাল, চিনিও বিনামূল্যে দেওয়া হচ্ছে। পলানিস্বামীর জানান, পোঙ্গল উৎসবের আগে এই পরিমাণ রেশন কার্ডধারীদের দেওয়া হবে।

এর আগে যে ২০১৪ সালে, এআইএডিএমকে সরকার রাজ্যের জনগণের জন্য ১ কেজি চাল এবং ১ কেজি চিনি সজ ১০০ টাকা দেওয়া শুরু করে। ২০১৮ সালে, এই পরিমাণ বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছিল। ২০২০ এর করোনার বছরে মুখ্যমন্ত্রী পলান্নস্বামী এটি বাড়িয়ে আড়াই হাজার টাকা করলেন।

 

 

 

সম্পর্কিত খবর