এক রোলে একাধিক রেজিস্ট্রেশন! OMR ডেটাবেস, TET পোর্টালের অ্যালগরিদমে কিভাবে কারচুপি? জানাল CBI

   

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বিস্তৃত ছিল বহু গভীরে। অযোগ্য প্রার্থীদের চাকরি দিতে ঠিক কোন কোন পন্থা অবলম্বন করা হয়েছিল? আদালতে চার্জশিট পেশ করে মারাত্মক অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুধুমাত্র ওএমআর শিটের নকশাতেই ষড়যন্ত্র করা হয়েছিল তেমনটা নয়, ওএমআরের ডেটাবেস নিয়েও চলছে কারচুপি। ওয়েবসাইটের পোর্টালের অ্যালগরিদমে দেদারে দুর্নীতি করে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে অযোগ্যদের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) এবার বিস্ফোরক তথ্য সামনে আনল সিবিআই (CBI)।

এদিন আদালতে সিবিআই জানায়, টেট উত্তীর্ণদের জন্য একটি বিশেষ পোর্টাল তৈরি করা হয়েছিল। টেট পাশ প্রার্থীদের সেই পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে বলা হয়। সঠিকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে তবেই ইন্টারভিউয়ের জন্য চাকরিপ্রার্থীদের ডাকা হত। এভাবেই ধাপে ধাপে চলত গোটা প্রক্রিয়া।

সিবিআই সূত্রে অভিযোগ, কোনও রকম বৈধ চুক্তিপত্র ছাড়াই ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি, মুম্বই এবং কলকাতা-ভিত্তিক এক সংস্থা রানটাইম প্রাইভেট সলিউশনকে ওই পোর্টাল বানানোর দায়িত্ব দেয়। চার্জশিটে জানিয়েছে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, কৌশিক পোর্টালে থাকা যোগ্য চাকরিপ্রার্থীদের রোল নম্বরের সাহায্যে অযোগ্য প্রার্থীদেরও ওই পোর্টালে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিতেন। যদি টেট উত্তীর্ণ কোনও প্রার্থী ওই পোর্টালে নাম নথিভুক্তিকরণ না করতেন, তা হলে তার রোল নম্বরের সাহায্যে করা হত অযোগ্য প্রার্থীদের ভুয়ো রেজিস্ট্রেশন। একই রোল নম্বরে একাধিক রেজিস্ট্রেশন করতে পোর্টালের অ্যালগরিদম কোডও বদল করা হয়েছিল। তদন্তে এই নিয়ে আরও গভীরে যেতে চাইছে সিবিআই।

সিবিআই এর দাবি, একেবারে পাকা প্ল্যান করে প্রযুক্তিগত দিক থেকেও আটঘাট বেঁধে হয়েছিল দুর্নীতি। আদালতে সিবিআই জানিয়েছে, প্রাথমিকে নিয়োগে চাকরিপ্রার্থীদের জন্য যে যে উত্তরপত্র তৈরী ছিল তাতে তাদের রোল নম্বর, জাতি, শ্রেণি, লিঙ্গ, বুকলেট কোড, নির্দেশের মাধ্যম এবং ওএমআর শিটের নম্বর থাকলেও ছিল না পরীক্ষার্থীর নাম, বাবা অথবা অভিভাবকের নাম, জন্ম তারিখের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

আরও পড়ুন: দোরগোড়ায় ভোট, নিষ্ক্রিয় আইপ্যাক! লোকসভার আগেই তৃণমূলের সঙ্গ ছাড়ল প্রশান্ত কিশোর? তুঙ্গে চর্চা

চার্জশিটে সিবিআই এর দাবি, দুর্নীতি করতেই এইভাবে ওএমআর শিট প্রস্তুত করা হয়েছিল, যাতে অযোগ্য চাকরিপ্রার্থীদের পরিচয় সামনে না আসে। এদিন দুর্নীতির আরও একাধিক অভিযোগ তুলে চার্জশিটে সিবিআইয়ের দাবি, অভিজ্ঞ সংস্থাগুলিকে দায়িত্ব না দিয়ে ‘অযোগ্য’ এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে টেন্ডার পাইয়ে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর