মোদি-যোগির প্রশংসা করাই হল কাল! রাগে হিন্দু যাত্রীকে পিষে খুন করল মুসলিম চালক

বাংলা হান্ট ডেস্ক : মর্মান্তিক কাণ্ড! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath) প্রশংসা করায় এক যাত্রীকে খুনের অভিযোগ উঠল এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। এরই সঙ্গে তীব্র হয়ে উঠেছে সাম্প্রদায়িক বিতর্কও। জানা গিয়েছে, নিহত ব্যক্তি হিন্দু, নাম রাজেশ দুবে। ঘাতক গাড়িটির চালক একজন মুসলিম। তাঁর নাম আমজাদ।

কী ঘটেছে সেদিন? পুলিস জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন রাজেশ। বাড়ি ফেরার জন্য একটি ট্যাক্সিতে ওঠেন তিনি। ওই ট্যাক্সিতে ছিলেন ধীরেন্দ্র প্রতাপ নামে আরও এক যাত্রী। পথে কথায় কথায় রাজনৈতিক আলোচনা শুরু হয় ট্যাক্সিচালক এবং রাজেশের মধ্যে।

কিন্তু এক কথা দু কথায় সেই আলোচনা গড়ায় বিতর্কের দিকে। দুজনের আলোচনায় উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের প্রসঙ্গ।

narendra Modi did not wish yogi adityanath's birthday, know the reason

 

জানা যায়, দুই নেতার প্রতিই তীব্র ক্ষোভ রয়েছে মুসলিম চালকের। এমনকি মোদি ও যোগির সম্পর্কে কটূক্তি করে বসেন তিনি। যা মেনে নিতে পারেননি রাজেশ। সে কথার পালটা জবাব দেন তিনিও। একইসঙ্গে মোদি ও যোগির সমর্থনেই সুর চড়ান রাজেশ। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তর্কবির্তক শুরু হয় দুজনের মধ্যে। এই অবস্থায় তাঁদের থামানোর চেষ্টা করেন গাড়ির অন্য যাত্রী।

এরপর ধীরেন্দ্র নামের অন্য যাত্রীকে তাঁর গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর রাজেশকে পৌঁছে দিতে যান আমজাদ। পুলিস সূত্র খবর, তাঁকে বাড়ির সামনে না নামিয়ে কিছু দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেন ট্যাক্সিচালক। সেখান থেকে হেঁটেই ফিরছিলেন রাজেশ। সেই সময় পিছন দিক থেকে তাঁকে গাড়িচাপা দেন আমজাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশের।

ঘটনার প্রতিবাদে রাজেশের দেহ নিয়েই মির্জাপুর-প্রয়াগরাজ হাইওয়ে অবরোধ করেছিলেন তাঁর পরিবার ও গ্রামের লোকজন। তাঁদের দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে পুলিস। অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন আধিকারিকেরা। যদিও অভিযুক্ত আমজাদ এখনও পর্যন্ত ফেরার। তাঁর খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশের পুলিস।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর