প্রতি বছর রাজ্যবাসীকে ৩টি করে সিলেন্ডার ফ্রি! শপথ নিয়েই বড় ঘোষণা গোয়ার মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাওয়ান্তের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে বিজেপি ২০টি আসনে জয়ী হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের প্রাথমিকতা নিয়ে কথা বলেছেন প্রমোদ সাওয়ান্ত।

সরকার গঠনের সঙ্গে সঙ্গে প্রমোদ সাওয়ান্ত গোয়ার উন্নয়নই তাঁর প্রাথমিকতা, সেটা জানান তিনি। একই সঙ্গে খনি শিল্প পুনরায় চালু, কর্মসংস্থান বৃদ্ধি এবং পর্যটন বৃদ্ধিতে সরকারের নজর থাকবে বলেও জানান তিনি। সাওয়ান্ত সরকারি ও বেসরকারি খাতে চাকরির সুযোগ বাড়ানোর কথাও বলেছেন।

গোয়ার মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে নির্বাচনী ইশতেহারে যা কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা আগামী পাঁচ বছরে একই পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমরা যদি বলে থাকি ৩টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে, তাহলে ৩টি সিলিন্ডার বিনামূল্যে দেব, ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পূরণ করা হবে। সাওয়ান্ত বলেন যে, ঘোষণাপত্রটি আমাদের জন্য একটি প্রতিশ্রুতি নোটের মতো।

গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাই রাজভবন থেকে চার কিলোমিটার দূরে রাজ্যের রাজধানী পানাজির কাছে বাম্বোলিমের ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রমোদ সাওয়ান্তকে মুখ্যমন্ত্রী এবং আরও আটজন বিজেপি বিধায়ককে মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন। শপথ গ্রহণের এই অনুষ্ঠানে ১০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর