তৃণমূলকে টাটা করছেন প্রশান্ত কিশোর? পুরনো সঙ্গী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : বাংলার সঙ্গে বেশ তিক্ত হয়েছে সম্পর্ক। বিচ্ছেদ ঘনিয়েছে তৃণমূলের সঙ্গে। এহেন অবস্থায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে নৈশভোজে দেখা গেল প্রশান্ত কিশোরকে। শুক্রবার রাতেই জেডিইউ (JDU) সুপ্রিমোর সঙ্গে দেখা করেন আইপ্যাক কর্তা। এই সাক্ষাতের খবর সামনে আসার পরই তুঙ্গে ওঠে রাজনৈতিক জল্পনা।

নীতীশ কুমারের হাত ধরেই প্রত্যক্ষ রাজনীতিতে পা রেখেছিলেন প্রশান্ত। এরপর মাঝখানে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও সম্পর্কে চিড় ধরেনি এতটুকু। সাধারণত কোনো নেতা নেত্রীর সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখেন আইপ্যাক কর্তা। কিন্তু এদিনের এই সাক্ষাতে ছিল না কোনো রাখঢাক। দুতরফের সম্মতিতেই সামনে আসে এই নৈশভোজের ছবি।

এই সাক্ষাতের পিছনে অন্য কোনো কারণ আছে কি না জিজ্ঞেস করা হলে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, তাঁর সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক বহুদিনের। এই সাক্ষাতের পিছনে কোনো গোপন কারণ নেই। এটি শুধুমাত্রই একটি সৌজন্য সাক্ষাৎ। তিনি এও জানান কিছুদিন আগে ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময়েই প্রশান্ত কিশোরকে ফোন করে তাঁর সঙ্গে দেখা করতে চান।।

যদিও এই বৈঠকটিকে সাধারণ সৌজন্য হিসেবে কিছুতেই দেখছে না বিশ্লেষক মহল। পর্যবেক্ষকদের দাবি, ২০২৪ এর লোকসভা নির্বাচনে দেশের বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে চাইছেন পিকে। নীতীশের জেডিইউ বিজেপির শরিক হলেও দুই দলের মধ্যে দ্বন্দ্ব বর্তমানে নিত্যনৈমিত্তিক বিষয়। সেই কারণেই তাঁকেও দলে নিতে চান পিকে। অন্যদিকে সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। ফলে বিজেপি বিরোধী গোষ্ঠীটিকে যদি শক্তিশালী করে তোলা যায় তাহলে বিজেপির পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থীর জেতার সম্ভাবনাও কমবে।

সম্প্রতি কংগ্রেসে যোগ দেওয়ার দিকে পা বাড়ালেও বহু কারণে সফল হয়নি পিকের সেই পরিকল্পনা। তাই সেই ব্যাপারেও নীতীশের সঙ্গে বৈঠক সেরেছেন এই ভোটকুশলী এই গুঞ্জনও শোনা যাচ্ছে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর