প্রিয়জনকে হারিয়ে শোকাহত প্রীতি জিন্টা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দেখে চোখে জল ভক্তদের

বাংলা হান্ট ডেস্ক : বলিপাড়ার (Bollywood) অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন প্রীতি জিন্টা (Preity Zinta)। প্রীতির ডিম্পলের সৌন্দর্যে কত ভক্ত যে হৃদয় হারিয়েছে তার ইয়ত্তা নেই। যদিও এখন তিনি ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছুটা দূরেই থাকেন। তবে ছবি সিরিজ কোথাও সেভাবে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে যোগাযোগটা তিনি রাখেন। আর এইদিন সোশ্যাল মিডিয়া মারফত-ই জানা গেল দুঃসংবাদটা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশ্যে এক লম্বা পোস্ট করে জানিয়েছেন তার স্বজন বিয়োগের কথা। অত্যন্ত কাছের এক মানুষকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে উঠেছেন নায়িকা। তার গোটা পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া। আর সেই ব্যক্তি হলেন প্রীতির শ্বশুরমশাই জন সুইন্ডল।

এইদিন শ্বশুরমশাইয়ের সঙ্গে একটি থ্রোব্যাক ফোটো শেয়ার করেছেন প্রীতি৷ লাল লেহেঙ্গা পরে শ্বশুরের পাশে দাঁড়িয়ে রয়েছেন নায়িকা। ছবির সাথে এক আবেগঘন ক্যাপশনও লিখেছেন তিনি। নায়িকার কথায়, ‘প্রিয় জন, আমি আপনার উদারতা এবং আপনার অবিশ্বাস্য রসবোধ মিস করব। আমি আপনার সাথে শুটিং করতে পছন্দ করতাম, আপনার প্রিয় ভারতীয় খাবার রান্না করতে এবং সূর্যের নীচে প্রতিটি বিষয়ে কথোপকথন করতে পছন্দ করতাম।’

আরও পড়ুন : ‘যেন শোলে রিলিজ করেছে..’, ওহ লাভলি মুক্তি পেতেই অমিতাভের সঙ্গে নিজের তুলনায় মদন মিত্র?

সাথে নায়িকার আরও সংযোজন, ‘আমার এবং আমার পরিবারের জন্য আপনার বাড়ি ও হৃদয় উজার করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ৷ আপনাকে ছাড়া পূর্ব উপকূল কখনই একরকম হবে না। আমি জানি আপনি এই মুহূর্তে শান্তিতে এবং সুখী জায়গায় আছেন। শান্তিতে থাকুন৷’ সাথে ভারতীয় সংস্কৃতি মতে হাত জোড় করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রীতি।

আরও পড়ুন : শোভন-বৈশাখী অতীত, এবার বাজার গরম করতে আসরে কাঞ্চন-শ্রীময়ী, জুটির কাণ্ড দেখে ‘থ” নেটিজেনরা

 

View this post on Instagram

 

A post shared by Preity G Zinta (@realpz)

 

নায়িকার এই দুঃসময়ে তাকে সমবেদনা জানিয়েছেন ভক্তরাও। তার সাথে প্রয়াত জন সুইন্ডলের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন অনেকেই। জানিয়ে রাখি, ২০১৬ সালে মার্কিন মুলুকের বাসিন্দা জেনে গুডেনাফকে বিয়ে করেন প্রীতি জিন্টা। এখন তাদের দুই যমজ সন্তানও রয়েছে। তবে বলিউডের সাথে আর সেরকম যোগাযোগ রাখেননি তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর