Apple AirTag-কে টেক্কা, কম দামে নিজেদের প্রোডাক্ট লঞ্চ করল Jio! রয়েছে দারুণ বৈশিষ্ট্য

বাংলাহান্ট ডেস্ক : অ্যাপেল এয়ার ট্যাগের মতো নতুন একটি ট্র্যাকিং গ্যাজেট আইটেম লঞ্চ করেছে রিলায়েন্স জিও। এই ডিভাইসের দ্বারা খুঁজে পাওয়া যাবে হারিয়ে যাওয়া পণ্য। খুব সস্তার এই ট্র্যাকিং গ্যাজেট গ্রাহকরা সরাসরি কিনতে পারবেন জিওর ওয়েবসাইট থেকে। এই ডিভাইসটি ব্লুটুথ এর সহায়তায় হারিয়ে যাওয়া জিনিস সনাক্ত করতে সক্ষম।

এই ডিভাইসের দাম ২৪৯৯ টাকা। যদিও গ্রাহকরা জিওর ওয়েবসাইট থেকে মাত্র ৭৪৯ টাকায় জিও ট্যাগ কিনতে পারবেন। অ্যাপেল এয়ার ট্যাগের (Apple AirTag) দাম ৩৪৯০ টাকা। সেই তুলনায় খুব সস্তায় জিও গ্রাহকদের এই জিও ট্যাগ (Jio AirTag) অফার করছে। জিও জানিয়েছে, তাদের এই ডিভাইসটি এক বছরের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

হারিয়ে যাওয়া জিনিসের সন্ধান দিতে পারবে এই ডিভাইস। এমনকি ট্র্যাকারে ডাবল ট্যাপ করলে সাইলেন্ট মোডে থাকা ফোনও সনাক্ত করা যাবে। মানিব্যাগ, চাবি বা অন্যান্য জিনিসপত্র কোথায় রয়েছে তা সনাক্ত করতে পারবে এই ডিভাইসটি। ৫.১ ব্লুটুথ সংযোগ সমর্থিত এই ডিভাইস ৫০ মিটার এক্সটার্নাল ও ২০ মিটার ইন্টার্নাল পরিসীমা প্রদান করে।

এছাড়াও জিওর এই ডিভাইসে রয়েছে কমিউনিটি ফাইন্ড ফিচার। এই ফিচারের সাহায্যে ব্যক্তি তার আইটেমটি শেষ কোথায় ছিল তার অবস্থান জানতে পারবেন। এই ডিভাইসটির সাথে গ্রাহকরা পেয়ে যাবেন একটি অতিরিক্ত ব্যাটারি এবং ল্যানিয়ার্ড ক্যাবল। তবে অ্যাপেলের এয়ার ট্যাগে আরো শক্তিশালী কানেক্টিভিটি পাওয়া যায়।

jiotag 1686213069

 

iphone নেটওয়ার্ক এর থেকে তিরিশ ফুট দূরের জিনিসও অ্যাপেল এয়ার ট্যাগ খুঁজতে সক্ষম। এছাড়াও অ্যাপেল এয়ার ট্যাগ সুরক্ষার দিক থেকেও অনেকটাই এগিয়ে। গ্রাহকের তথ্য অ্যাপেল অন্য কোনও থার্ড পার্টির সাথে শেয়ার করে না। তবে সমস্যার কথা অ্যাপেল এয়ার ট্যাগ আই-ফোন ছাড়া অ্যান্ড্রয়েড ফোনে কাজ করেনা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর