আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির দিন শেষ, কমবে খাদ্যসামগ্রীসহ অন্যান্য জিনিসের দাম- আশ্বাস কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্কঃ দেশে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে সমস্ত জিনিসেরই। লকডাউনের আগে যেন ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছিল পেট্রোল ডিজেলের দাম, আর এই করোনা আবহে লকডাউনের মধ্যে বাজার যেন আগুন ছোঁয়া। বর্তমানে দেশের পাইকারী মুদ্রাস্ফীতি রেকর্ড সীমায় রয়েছে।

এই মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। লকডাউনে একেই কাজ হারিয়ে অর্থনৈতিক সংকটে রয়েছেন মানুষজন, তারউপর আবার ব্যাগ হাতে বাজারে গেলে, জিনিসপত্রের দাম শুনে খালি হাতেই চলে আসছেন অনেকে। ভোজ্য তেলের দাম থেকে শুরু করে আনাজপাতি, সবকিছুরই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি।

1540573519 19

মার্চ মাসে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৩৯ শতাংশ, এপ্রিলে ছিল ১০.৪৯ শতাংশ। কিন্তু বর্তমানে করোনা আবহে লকডাউনের জেরে মে মাসে সেই মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ১২.৯৪ শতাংশে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির কারণেই এইভাবে দেশে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে।

PVT INVESTMENT

তবে এই সংকটের মধ্যেই আশার খবর শোনালেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যম (K V Subramanian)। তিনি জানালেন, ‘আনলক পর্বের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্রিয়াকলাপ আবারও চালু করা হবে। চলতি মরশুমে বর্ষা সঠিক সময়ে আসার ফলে, চাষেরও অনেক উন্নতি হবে। যার ফলে সবজির দাম অনেকটাই সস্তা হওয়ার সম্ভাবনা। যাতে করে পাইকারী মুদ্রাস্ফীতিও অনেকটাই আয়ত্তের মধ্যে চলে আসবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর