ভারতে 5G পরিষেবা শুরুর প্রসঙ্গে এই কথা জানালেন প্রধানমন্ত্রী মোদী! শুনে অবাক হবেন আপনিও

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে গভীর শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস (Independence Day)। পাশাপাশি, “আজাদী কা অমৃত মহোৎসব”-এর মাধ্যমে ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সর্বত্র। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লাল কেল্লার (Red Fort) প্রাচীরে একটানা নবম বারের জন্য “তেরঙ্গা” উত্তোলনের পরে জাতির উদ্দেশ্যে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানান তিনি। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী ভারতের জনগণকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, খুব শীঘ্রই 5G পরিষেবা (5G Service) শুরু হতে চলেছে দেশজুড়ে।

খুব শীঘ্রই আসছে 5G পরিষেবা: এই প্রসঙ্গে “মেড-ইন-ইন্ডিয়া” প্রযুক্তিকে সমর্থন করে, প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে, এখন হল ভারতের প্রযুক্তির সময়। ভারত সরকার গ্রামীণ ও শহুরে ভারতের মধ্যে ডিজিটাল বিভাজন দূর করার দিকেও জোর দিচ্ছে। পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মোদী জানিয়েছেন যে, 5G, OFC (অপটিক্যাল ফাইবার কেবল) এবং সেমিকন্ডাক্টর উৎপাদনের প্রাথমিক স্তরে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে একটি বিপ্লব আসছে।

5G নেটওয়ার্কের প্রসঙ্গে এই কথা জানিয়েছেন মোদী: প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে, 5G নেটওয়ার্ক এবং OFC-র ব্যবহার ভারতের তিনটি বিভাগকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। সেগুলি হল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন করা। পাশাপাশি, প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, ভারতে অনেক প্রতিভা টায়ার ২ এবং টায়ার ৩ শহরগুলি থেকে আসছে। এর কারণ হল, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ এবং স্টার্টআপগুলির সংখ্যা ক্রমশ ভারতে বাড়ছে। ইতিমধ্যেই সমস্ত টেলিকম কোম্পানির 5G নেটওয়ার্ক চালু করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং স্পেকট্রামের সুবিধা রয়েছে। পাশাপাশি, তিনি আরও বলেন, এই পরিষেবা আদৌ আজ শুরু হবে নাকি এক মাস পরে শুরু হবে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।

5G 1 1

প্রধানমন্ত্রী মোদী “জয় জওয়ান, জয় কিষাণ…” স্লোগানে “জয় অনুসন্ধান” যোগ করেছেন: স্বাধীনতা দিবসের বিশেষ দিনে লাল কেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান, জয় কিষাণ স্লোগান দিয়েছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী তাতে জয় বিজ্ঞান যোগ করেছিলেন। এখন আমি এর সাথে জয় অনুসন্ধান যোগ করছি। অমৃতকালের জন্য উদ্ভাবন খুবই গুরুত্বপূর্ণ বিষয়।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর