৫০ দিনে পাড়ি দেবে ৩,২০০ কিমি! বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামী ১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজের (River Cruise) উদ্বোধন করবেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ক্রুজটি উত্তরপ্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করবে এবং বাংলাদেশ হয়ে আসামের ডিব্রুগড়ে পৌঁছে সফর শেষ করবে। এমতাবস্থায়, মোট ৫০ দিনে এই ক্রুজটি গঙ্গা-ভাগীরথী-হুগলি, ব্রহ্মপুত্র এবং পশ্চিম উপকূলীয় খাঁড়ি সহ ২৭ টি নদীর প্রণালীর মাধ্যমে মোট ৩,২০০ কিলোমিটার ভ্রমণ করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩০ ডিসেম্বর জানিয়েছিলেন যে, এই ক্রুজটি হবে বিশ্বের সবচেয়ে অনন্য ক্রুজ। যেটি ভারতের ক্রমবর্ধমান পর্যটনকে এক স্বীকৃতি এনে দেবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গের জনগণকে এই সুযোগের সদ্ব্যবহার করার জন্যও আবেদন জানান তিনি। মূলত, রাজ্যের জন্য বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী মোদী একথা বলেছিলেন। পাশাপাশি, ওই কর্মসূচিতেই তিনি ১৩ তারিখের কথাও উল্লেখ করেন।

এই রিভার ক্রুজ ৫০ টি পর্যটন কেন্দ্র পরিদর্শন করবে: তথ্য অনুযায়ী, ভ্রমণকালে এই ক্রুজটি বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান সহ মোট ৫০ টি পর্যটন কেন্দ্র পরিদর্শন করবে। এর মধ্যে রয়েছে বারাণসীর গঙ্গা আরতি, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং সুন্দরবন। এই ক্রুজটি বাংলাদেশে প্রায় ১১০০ কিলোমিটার সফর করবে। এই প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী জানা গিয়েছে, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথোরিটি অফ ইন্ডিয়ার (Inland Waterways Authority of India) এক আধিকারিক জানিয়েছেন যে, এই ক্রুজটি একটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের পুরো মনোযোগ উন্নয়ন ও জলপথের দিকে রয়েছে। এই বিষয়ে বিভাগ আরও গুরুত্বের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি, ক্রুজটি সফলভাবে পরিচালনার জন্য নেভিগেশন সুবিধা এবং জেটির ব্যবস্থা করা হচ্ছে।

 ভারতের লক্ষ্য হল এটা : বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের প্রধান অগ্রাধিকারের মধ্যে রয়েছে উপকূলীয়-নদী পরিবহণ ও ক্রুজ পরিষেবার মত বিষয়টি। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন যে, কেন্দ্রীয় সরকার দেশে ১০০ টি জলপথ তৈরির কাজ হাতে নিয়েছে। এর পাশাপাশি ওইসব নৌপথে ক্রুজ শিপ চালনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

image 2023 01 01t205601.094 1024x576

এছাড়া, কার্গো সার্ভিসকেও অগ্রাধিকারের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে, প্রাচীনকালে বাণিজ্য ও পর্যটনের অন্যতম মাধ্যম ছিল জলপথ। এই কারণে নদী ও সমুদ্রের একাধিক উপকূল সমৃদ্ধ হয়ে ওঠে। এর পাশাপাশি সেখানে শিল্পেরও বিকাশ ঘটেছে। এমতাবস্থায়, ভারতের লক্ষ্য ক্রুজ পরিষেবার ট্রাফিক সর্বাধিক করা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর