পদক জিততেই ফোন প্রধানমন্ত্রীর, আবেগে ভাসলেন সোনার ছেলে সুমিত অন্তিল! ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিও প্যারালিম্পিকসে পদক জয়ী সমস্ত খেলোয়াড়দের ভুরিভুরি প্রশংসা করেন আর তাঁদের উৎসাহ দেওয়ার জন্য ফোনও করেন। প্যারালিম্পিকসে সোমবার ভারতের জন্য স্মরণীয় হয়ে উঠেছে। ভারতীয় খেলোয়াড়রা নিজদের সেরাটা দিয়ে এখনও পর্যন্ত ৭টি পদক জয় করেছে। এটাই প্যারালিম্পিকসে ভারতের সবথেকে ভালো প্রদর্শন। এর আগে ২০১৬ সালের রিও প্যারালিম্পিকসে ভারত চারটি পদক হাসিল করেছিল।

জ্যাভলিন থ্রোয়ে সুমিত অন্তিল সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ভারতের জন্য দ্বিতীয় স্বর্ণ পদক হাসিল করেছেন। হরিয়ানার সোনিপতের ২৩ বছর বয়সী সুমিত নিজের পঞ্চম প্রয়াসে 68.55 মিটার দূর পর্যন্ত বর্শা ছুঁড়ে নতুন বিশ্ব রেকর্ড করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর সুমিতকে ফোন করে তাঁকে সরাসরি শুভেচ্ছাবার্তা দেন।

   

অন্যদিকে আজ সকালে সূর্যোদয়ের দেশ থেকে ভারতকে এক সোনার দিন উপহার দেন অবনী লেহরকা। প্যারালিম্পিকসের প্রথম মহিলা শুটার হিসেবে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে নিলেন তিনি। অলিম্পিকসে জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া, এবার ফের টোকিও থেকে সোনার পদকের লক্ষ্যভেদ করলেন অবনী।

শুধু তাই নয়, একইসঙ্গে বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। মাত্র ১৯ বছর বয়স। কিন্তু যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করার পর সেই চাপে মোটেও ভেঙে পড়েননি অবনী। বরং ফাইনালের ফিরে এসেছেন দুরন্ত ভাবে। গড়েছেন ইতিহাস। ফাইনালে এদিন তিনি স্কোর করেন ২৪৯.৬। এতদিন এই বিশ্বরেকর্ড ছিল ইউক্রেনের ইরিনা শেটনিকের দখলে। তাকে পেরোতে না পারলেও আজ তারই সঙ্গে এক আসনে জায়গা করে নিলেন অবনী।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর