আচমকাই অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা, ভর্তি করানো হল আহমেদাবাদের হাসপাতালে

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলে দিই যে, হীরাবেনের বয়স ১০০ বছরেরও বেশি হলেও এখনও তিনি খুব সক্রিয়। চলতি বছরের জুন মাসে তিনি তার শততম জন্মদিন পালন করেন। এই অবসরে মায়ের পা ধুয়ে আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী মোদী। হীরাবেনের স্বাস্থ্য সম্পর্কিত আরও সাম্প্রতিক তথ্যের আমাদের সঙ্গে থাকুন।

করোনার সময় ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হীরাবেন
করোনার সময় যখন মানুষ টিকা নিতে ভয় পেতেন, তখন হীরাবেন মোদী ভ্যাকসিন নিয়েছিলেন। হীরাবেনের এই পদক্ষেপ দেখে সমাজের অনেকেই টিকা নিতে এগিয়ে আসেন। শুধু তাই নয়, তিনি ভোটকেন্দ্রে গিয়ে ভোটও দেন।

এর আগে মঙ্গলবার গাড়ি দুর্ঘটনায় আহত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই প্রহ্লাদ মোদি। রিপোর্ট অনুযায়ী, তিনি তার ছেলে, পুত্রবধূ এবং নাতিকে নিয়ে বান্দিপুরে যাচ্ছিলেন যখন তাদের মার্সিডিজ বেঞ্জ গাড়ি কর্ণাটকের মাইসুরুর কাছে একটি ডিভাইডারে ধাক্কা দেয়। প্রহ্লাদ মোদীকে তার পরিবারের সাথে চিকিৎসার জন্য JSS হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তবে বলা হচ্ছে যে তিনি সামান্য আঘাত পেয়েছেন এবং এই মুহূর্তে নিরাপদে আছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর