পিছিয়ে গেল কলকাতায় আসার কর্মসূচি! কখন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী?

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে বঙ্গে পা রাখার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। বেশ কয়েক সরকারি কর্মসূচির উদ্বোধনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সেই মতই চলছিল তোড়জোড়। তবে সূত্রের খবর, দিনটা একই থাকলেও মোদীর বাংলায় আসার সময়সীমা খানিকটা পিছিয়ে গেল।

জেনে নিন প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরিবর্তিত সময়সূচি: নবান্ন সূত্রে খবর, সময় পরিবর্তন হয়ে ৩০ ডিসেম্বর সকাল সাড়ে দশটার বদলে সকাল ১১:১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে (Howrah Station) পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ৩০ মিনিট মত থাকবেন তিঁনি। হাওড়া স্টেশন থেকে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ফ্লাগ অফ করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কয়েকটি মেট্রো প্রজেক্টের উদ্বোধন করার কথাও রয়েছে তাঁর।

এরপর সেখান থেকে বেরিয়ে দুপুর ১২ টা নাগাদ আইএনএস নেতাজি সুভাষের সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকেই একটি প্রদর্শন ঘুরে দেখার কথা তাঁর। প্রদর্শন ঘুরে দেখার পর আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন তিঁনি। দুপুর ১২টা ২৫ থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা গঙ্গা পরিষদের বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

জানা যাচ্ছে, এদিনের এই গঙ্গা পরিষদের বৈঠকে থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। অর্থাৎ, ডিসেম্বরেই ফের মুখোমুখি মোদী-মমতা। এরপর দুপুর ২ টা থেকে ২.৪৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি রাখা থাকছে প্রধানমন্ত্রীর সময়সূচিতে। এরপর সমস্ত কাজ সের দুপুর ৩:১৫ নাগাদ কলকাতা এয়ারপোর্ট থেকে বিশেষ বিমানে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

modi mamata

প্রধানমন্ত্রীর একদিনের বঙ্গ সফরের জন্য ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে জোর প্রস্তুতি। মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির আধিকারিকেরা হাওড়া স্টেশন,আইএনএস নেতাজি সুভাষ সহ একাধিক জায়গায় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেছেন। সেইমত হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্মে নিরাপত্তা দায়িত্ব এসপিজির আধিকারিকরা নিতে শুরু করেছেন। এককথায় নিরাপত্তা কবচে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকাকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর