শিশু-মহিলাদের সার্বিক উন্নয়ন, উত্তরপ্রদেশে এসে যোগীর প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াঙ্কা

বাংলাহান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথের (Yogi Adityanath) ভূয়সী প্রশংসা করে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যোগী রাজ‍্যে মহিলাদের প্রতি সম্মান এবং তাদের সার্বিক উন্নয়নে যে বদল লক্ষ‍্য করা গিয়েছে তা দেখে অত‍্যন্ত খুশি অভিনেত্রী। উত্তরপ্রদেশ সফরে সর্বক্ষণ মুখে হাসি লেগে থাকল তাঁর।

কিছুদিন আগেই মুম্বইয়ে এসেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে একগুচ্ছ কাজ। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর তিনি। ইউনিসেফেরই একটি অনুষ্ঠানের জন‍্য সম্প্রতি লখনউ পৌঁছান প্রিয়াঙ্কা। দু দিন সেখানে থাকেন তিনি। উত্তর প্রদেশের উন্নয়ন দেখে বাস্তবিকই উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা।

495755 afp priyanka chopra new pic
সংবাদ মাধ‍্যমের কাছে অভিনেত্রী বলেন, গত দুদিনে তিনি একটা বড় পরিবর্তন দেখেছেন উত্ত‍র প্রদেশে। এই বদলটার খুব দরকার ছিল এ রাজ‍্যে, মন্তব‍্য করেন প্রিয়াঙ্কা। তিনি আরো বলেন, এখন সর্বাধিক মেয়েরা স্কুলে পড়তে যাচ্ছে সে রাজ‍্যে। শিশুদের পুষ্টির জন‍্য অনেক কাজ করা হচ্ছে। শুধু তাই নয়, দেশের মধ‍্যে প্রথম নিউট্রিশন অ্যাপ উত্তর প্রদেশই উদ্ভাবন করেছে। এই অ্যাপের মাধ‍্যমে অঙ্গনওয়াড়ির কর্মীরা সহ চিকিৎসকরাও অপুষ্টিতে ভোগা শিশুদের খোঁজ পেতে পারেন এবং তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।

শুধু শিশুরা নয়, মহিলাদেরও অনেক উন্নয়ন হয়েছে উত্তর প্রদেশে। প্রিয়াঙ্কা বলেন, তিনি আশা জ‍্যোতি সেন্টারে গিয়েছিলেন। সেখানে তিনি অনেক মহিলাদের সঙ্গে কথা বলেছেন যারা এক সময় হিংসা, অত‍্যাচারের শিকার হয়েছিলেন। শিশুদের পড়াশোনা ছাড়াও করোনার সময়ে অনাথ হওয়া শিশুদের সাহায‍্যের জন‍্যও নানা প্রকল্প শুরু হয়েছে উত্তর প্রদেশে। সব দেখেশুনে খুশি প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে মুম্বই ফিরেছেন প্রিয়াঙ্কা। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার পর হলিউডের উদ্দেশে পা বাড়ান প্রিয়াঙ্কা। সেখানে খ‍্যাতি পাওয়ার পর বিয়ে করে সংসারও পেতে ফেলেছেন তিনি।

তারপরেও বার কয়েক বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু করোনা শুরু হওয়ার পর থেকে আর দেশে ফেরেননি তিনি। এর মধ‍্যেই মা হয়েছেন অভিনেত্রী। মেয়ের কয়েক মাস বয়স হতেই তিন বছর পর মুম্বইয়ে এলেন প্রিয়াঙ্কা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর