নাথুরাম গডসে দেশপ্রেমিক: সংসদে বললেন প্রজ্ঞা ঠাকুর, আবার সঙ্গে সঙ্গে ক্ষমা ও চান তিনি ..

বাংলা হান্ট ডেস্ক : বার বার নাথুরাম গডসেকে উদ্দেশ্য করে করে একাধিক তকমা দিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন বারের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর, এমনকি সেই বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এ বার সংসদের হট্টগোলের মধ্যে নাথুরাম গডসেকে বলে আখ্যা দিলেন প্রজ্ঞা ঠাকুর।Pragya Singh Thakur 1280x720

আবারও শুরু হল নতুন বিতর্ক, এদিন সংসদে এসডিপি নিয়ে আলোচনা চলাকালে ডিএমকে সাংসদ পরোক্ষ ভাবে নাথুরাম গডসেকে গাঁধী হত্যাকারী বলে ঘটনার বত্রিশ বছর আগে তাঁর সঙ্গে বিদ্বেষ ছিল বলে বক্তব্য রাখতে শুরু করেন ঠিক তখনই প্রজ্ঞা ঠাকুর বক্তব্যের মাঝে ডিএমকে সাংসদ এ রাজাকে থামিয়ে দিয়ে তিনি কখনোই দেশভক্তির উদাহরণ দিতে পারেন না এমনটাই বলেন প্রজ্ঞা ঠাকুর।

যদিও প্রজ্ঞা ঠাকুরের এই বক্তব্যের পর রীতিমতো হট্টগোল জুড়ে দেয় বিরোধীরা, প্রজ্ঞা ঠাকুরের বক্তব্যের বাধাও দেয় বিরোধীরা। তবে দলের সাংসদ যে ভুলভাল মন্তব্য করে বসেছেন তা বুঝতে পেরে বিজেপির তরফ থেকে তাকে থামানোর চেষ্টা করা হয়। উল্লেখ লোকসভা ভোটের প্রচার পর্বে নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে আখ্যা দিয়েছিলেন প্রজ্ঞা ঠাকুর

যার জেরে ব্যাপক বিতর্কের মুখোমুখি হতে হয়েছিল যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রজ্ঞা ঠাকুরের বক্তব্যকে ব্যক্তিগত বলে জানিয়েছিলেন। এমনকি প্রজ্ঞা ঠাকুর সেই ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।তবে এবার আবারও সংসদের মধ্যেই আলোচনা সভা চলাকালীন প্রজ্ঞা ঠাকুরের এই মন্তব্য নতুন বিতর্কের সূচনা করল।

সম্পর্কিত খবর