প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা, পদ্মশিবিরে যোগদান নিয়ে শুরু জোর জল্পনা

বাংলার রাজনীতি এখন ভারতের কোনায় কোনায় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতি মুহূর্তে বঙ্গ রাজনীতি প্রসঙ্গে এক খবরকে ছাপিয়ে আরেক খবর সামনে আসছে। সম্প্রতি মিঠুন চক্রবর্তীর বাড়িতে পৌঁছেছিলেন RSS প্রধান মোহন ভাগবত। যা নিয়ে জল্পনার রেশ কাটতে না কাটতেই আরেক খবর রাজনীতির আলোচনায় উথাল পাতাল ধরিয়ে দিয়েছে।

আসলে মঙ্গলবার দিন বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সাক্ষাৎকারের সময় বিজেপি নেতা অভিনেতার হাতে তুলে দেন অমিত শাহ এন্ড দি মার্চ অফ বিজেপি নামক বই। Amit Shah and the March of BJP’ বই এর লেখক অনির্বান গাঙ্গুলি নিজেই।

জানিয়ে দি, রাজনীতি থেকে বরাবরই নিজেকে দূরে রেখেছেন বিখ্যাত এই অভিনেতা। তবে এখন তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা তুঙ্গে। লক্ষণীয় যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুম্বা দা। যদিও সেটা শুধুমাত্র নেতাজির জন্য বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এর আগে, এদিন হঠাৎ করেই সংবাদ শিরোনামে উঠে আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুনের মুম্বইয়ের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক সারেন আরএসএস প্রধান। তবে বৈঠকের বিষয় কি ছিল সেই বিষয়ে আলোকপাত করেননি কোনো পক্ষই।

সম্পর্কিত খবর