এখনও মেলেনি ২১ বিধানসভা ভোটে কাজের টাকা! বিক্ষোভে বিডিও অফিসে ধরনা ভিডিওগ্রাফারদের

বাংলা হান্ট ডেস্কঃ ২২ পেরিয়ে বর্তমানে ২৩। বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। সেইমতই চলছে তোড়জোড়। অন্যদিকে, একুশের বিধানভা নির্বাচনে (Assembly Election) ভিডিওগ্রাফি করে এখনও মেলেনি টাকা। এমনই অভিযোগ নিয়ে রাজগঞ্জে (Raiganj) বিডিও অফিসের সামনে ধরনায় বসলেন ঠিকাদার-সহ কর্মীরা।

কী অভিযোগ উঠছে? ঠিকাদার, কর্মীদের অভিযোগ, ভোটের সময় প্রায় ২০ লক্ষ টাকার কাজ হয়েছিল। কিন্তু তাঁরা পেয়েছেন মাত্র ৫ লক্ষ টাকা। অর্থাৎ, সিংহভাগ টাকাই এখনও অধরা। তাঁরা আরও বলেন, গত দু’বছরে তাঁদের মাত্র ২৫ শতাংশ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকার জন্য গত দু’বছর ধরে বিভিন্ন সরকারি দফতরে ঘুরেও লাভ হয়নি। নির্বাচন কমিশনের আওতায় কাজ করে কেন এই অপদস্থ হতে হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।

এদিন এমনই অভিযোগ তুলে দুপুর থেকে রাজগঞ্জ বিডিও অফিসের গেট আটকে অবস্থান বিক্ষোভে বসেন প্রায় ৫০ জন যুবক। বিকেল পর্যন্ত বিক্ষোভ চলার পর পুলিশ এসে তাঁদের বিডিওর কাছে নিয়ে যায় । এই বিষয়ে এক ঠিকাদার বলেন , “আমরা ২০২১-এর বিধানসভা ভোটে ভিডিয়োগ্রাফির কাজ করেছিলাম। সেই টাকা এখনও পাইনি। আমরা বিডিও, ডিএম-সহ অনেককেই বলেছি। তবে কাজ হয়নি। বহু কলেজ পাশ করা ছেলে কাজ করেছিল। কাজ করিয়ে এখনও টাকা দেয়নি। ২০ লক্ষ টাকার কাছাকাছি কাজ হয়েছিল। এর মধ্যে ২০ শতাংশের মতো পেয়েছি। ৫ লক্ষ টাকা ২ জন পেয়েছি। এখনও প্রায় ১৪ লক্ষ টাকা পাব আমরা।”

অন্যদিকে বিক্ষোভরত আরেক ভিডিওগ্রাফারের অভিযোগ, “২০২১ সালে আমরা ভোটের কাজ করি। এতদিন পরও কেন টাকা পেলাম না সেটাই প্রশ্ন। আমার ব্যক্তিগতভাবে ১৭ হাজার ৪০০ টাকা। যে দাদাদের অধীনে কাজ করেছিলাম, তাঁদের বললে, ওনারা বলছেন, বিডিওর সঙ্গে কথা বলেছেন। কাজ হয়নি।”

তবে এবিষয়ে রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার জানান, ” ওনারা কিছু টাকা পেয়ে গিয়েছেন। কিছু টাকা বকেয়া রয়েছে। টাকা এলে বিল মিটিয়ে দেওয়া হবে। ” অভিযোগ, পাল্টা-অভিযোগের এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর