চতুর্থীর রাতে তৃণমূলে-তৃণমূলে বোমাবাজিতে কেঁপে উঠল দেউলা, আহত একাধিক

বাংলাহান্ট ডেস্কঃ ফের প্রকাশ্যে এল তৃণমূলের (tmc) গোষ্ঠীদ্বন্ধ। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার (south 24 pgs) উস্তি থানার দেউলা এলাকায়। ঘটনার ফলে তিন মহিলা সহ জখম হন মোট ৫। আহতদের বাণেশ্বরপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার দেউলা এলাকায়। চতুর্থীর রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখল ধীরে বেশ কিছুদিন ধরে ইমরান হাসান ও জয়ন্ত চৌধুরীর মধ্যে ঝামেলা চলছিল।

IMG 20210920 090746

এইদিন ঘটনার বিষয়ে জানা গিয়েছে, বাড়ির পাশের এক দোকান থেকে কিছু জিনিস কিনতে বেরিয়েছিলেন ফটিক মণ্ডল নামে এক শিক্ষক। বোমার আঘাতে মাথা ফেটে আহত হন ফটিক মণ্ডল। সেইসঙ্গে আহত হন আরও ৩ জন মহিলা।
ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় উস্তি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেই তদন্ত শুরু করে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে বাণেশ্বরপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের আবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

যদিও এই বিষয়ে তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা দাবি করেন, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকের সঙ্গে কোন সম্পর্ক নেই। জড়িত রয়েছে দুষ্কৃতীরা। যদিও এখনও কাউকে গ্রেফতার করা না হলেও, পুলিশ এবিষয়ে তদন্তে নেমেছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর