পাতে এঁচোড়, পটলের পাঠ চুকেছে বহুদিন! খরচ কমাতে এবার পার্টির গাড়ি বেচবে পূর্ব বর্ধমান CPM

বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে সিপিএম (CPM) এর গাড়ি! তবে এবার দলের ফুল টাইম কর্মী শতরূপ ঘোষের বিলাস বহুল গাড়ি নয়, বরং উল্টো পথে হেঁটে দলের খরচে রাশ টানতে দলের গাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। পঞ্চায়েত ভোটের আগে সিপিএমের পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা কমিটির সিদ্ধান্ত জেলা কার্যালয়ের ৬টি গাড়ি (Car) বিক্রি করে দেওয়া হবে।

জানা গিয়েছে, সেই ৬টি চারচাকা গাড়ির মধ্যে ৩টি বড় এবং ৩টি ছোট গাড়ি রয়েছে। বর্তমানে সব গুলি মিলিয়ে বাজারদর প্রায় ২০ লক্ষ টাকার কাছাকাছি। দীর্ঘ ১২ বছর পেরিয়ে গিয়েছে ক্ষমতায় নেই দল। কমছে চলার পুঁজি। তাই গ্যারেজে থাকা গাড়িগুলিই বিক্রি করে দিতে চায় পূর্ব বর্ধমান জেলা কমিটি।

সিপিএমের পূর্ব বর্ধমানের একটি সূত্র মতে, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দুর্বল হয়ে পড়েছে দল। রোখা যায়নি লাল শিবিরের ভাঙন। দলের অনেক সদস্যই বদলে যাওয়া ঋতুর মতো দলবদল করে শাসকদলে নাম লিখিয়েছে। অনেকে আবার সদস্য পদ নবীকরণ না করে ঘরে বসে গিয়েছেন। অন্যদিকে, ২০১৭ সালে জেলা ভাগ হয়ে যায় বর্ধমান জেলা। যার কোপ গিয়ে পড়ে লেভি সংগ্রহে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন হোল টাইমার বলেন, “গত কয়েকবছর ধরে দলের জেলা অফিসের খাবারেও জোর লাগাম টানা হয়েছে। আগে প্রতিদিন ডাল, একটা সবজি, ভাজা, চাটনি রান্না হত। কিন্তু এখন সেখানেও রাশ টানতে বলা হয়েছে। আগে অসময়ের ইচর,পটল বা কপি রান্না হত। এখন সব বন্ধ। আগের মতো আর পাতও পড়ে না।”

তবে গাড়ি বিক্রয়ের প্রসঙ্গে সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন অবশ্য বলেন, “বহু কারণে গাড়িগুলি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনতেই গাড়িগুলি পুরোনো হয়েছে। মেরামতির খরচও বেড়ে গেছে। এতো খরচ বহন করা পার্টির পক্ষে সম্ভব নয়।”

cpm 3

অন্যদিকে এই নিয়ে সিপিএমকে খোঁচা দিতে ছাড়েনি শাসকদল। তৃণমূল জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু বলেন, ‘‘তৃণমূল রাজ্যের এত বড় দল হয়েও কোনও সম্পত্তি নেই। কিন্তু সিপিএমের একটি জেলা কমিটির কাছে রয়েছে ৬টি গাড়ি। দেশের সবচেয়ে ‘বড় চোর কোম্পানি’র নাম সিপিএম। এদের আবার গাড়ি বিক্রি করে রাজনৈতিক কর্মসূচি নিতে হচ্ছে। এটা জনগণকে বোকা বানানো ছাড়া আর কিছুই নয়।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর