শ্রীলঙ্কার ব্যাটসম্যানকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়ে সমালোচনার মুখে মুশফিকুর রহিম

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে চলছে বাংলাদেশ বনাম শ্রীলংকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ইতিহাস তৈরি করেছে এই বাংলাদেশ দল কারণ এটি শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়।

আর এই ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের সিনিয়র উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে 87 বলে 84 এবং দ্বিতীয় ম্যাচে 127 বলে 125 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। মুশফিকুরের এই ইনিংস গুলির সুবাদে শ্রীলংকার বিরুদ্ধে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচেই ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে সিরিজ জয়ের নায়ক হয়ে উঠেছেন মুশফিকুর রহিম।

তবে এরই মধ্যে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা অক্রিকেটীয় আচরণ করে ফের তীব্র সমালোচনার সম্মুখীন হতে হল মুশফিকুর রহিমকে। ঘটনাটি ঘটে দ্বিতীয় ম্যাচ চলাকালীন বারবার বোলারের সামনে চলে আসছিল শ্রীলংকার ব্যাটসম্যান পাথুম নুসঙ্কা, তখনই বাংলাদেশের বোলার মেহেদি হাসানকে মুশফিকুর রহিম বলেন ” যদি সামনে আসে ওকে ধাক্কা মেরে ফেলে দিবি।” স্ট্যাম্প মাইকে মুশফিকুর রহিমের এই বক্তব্য স্পষ্ট শোনা যায়। তারপরই মুশফিকুরের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর