বাংলা হান্ট ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের (Sanatan Dharma) মতে ঘরের প্রধান দরজা দিয়েই দেবী লক্ষ্মীর (Devi Lakshmi) আসা যাওয়া হয়। বাড়ির এই প্রধান ফটকটিই ঘরের সুখ সমৃদ্ধির পথ খুলে দেয়। বাস্তু মতে, বাড়ির মূল প্রবেশদ্বার দিয়ে দেবী লক্ষ্মী যখন বাড়িতে প্রবেশ করে তখন সাথে নিয়ে আসেন সুখ সমৃদ্ধি (Wealth)। বিশেষজ্ঞরা বলেন, বাড়ির বাইরে এই গাছগুলি (Plant) লাগালে দেবী লক্ষ্মী সহজেই আকৃষ্ট হন।
জানিয়ে রাখি, এই গাড়িগুলি একটি বিশেষ দিনে লাগালে ভালো ফল পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে, বাড়ির প্রধান দরজা সম্পর্কে অনেক নিয়ম ও ব্যবস্থার কথা বলা হয়েছে। তাই বাড়ির প্রধান ফটক নিয়ে কিছু বিশেষ যত্ন নিন। এতে বাড়ির হারানো সুখ সমৃদ্ধি ফিরে আসবে এবং বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকবে।
শামি গাছ : বাস্তুশাস্ত্র মতে, বাড়ির মূল ফটকের ডানদিকে শামি গাছ লাগালে মা লক্ষ্মী বাড়িতে আসেন। এতে দেবীর কৃপাদৃষ্টি সবসময় বজায় থাকে। কথিত আছে এতে কখনোই টাকার অভাব হবেনা।
ডালিম গাছ : বাড়ির প্রধান দরজার ডানদিকে ডালিম গাছ লাগালে পরিবারের সকলের সৌভাগ্য ফিরে আসবে। বিশেষজ্ঞরা বলেন, এতে মা লক্ষ্মীর পাশাপাশি ধনবান কুবেরের আশীর্বাদও পাওয়া যায়।
কলা গাছ : ঘরে কলা গাছ থাকলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। কথিত আছে, বাড়ির পেছনে কলাগাছ লাগালে মা লক্ষ্মীও তাঁর কৃপাদৃষ্টি বজায় রাখেন। এই প্রতিকার করলে ঘরে ফিরবে টাকা। এবং এতে আটকে থাকা টাকাও ফিরে আসবে।