ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সোনার পদক প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন পিভি সিন্ধু।

রবিবার রাতে প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব জয় করেছেন পিভি সিন্ধু। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই বিরাট সাফল্যের পর সোমবার গাভীর রাতে দেশে ফেরেন সোনার মেয়ে পিভি সিন্ধু। সোমবার রাতে উনি দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমান বন্দরে নামেন, সেখানে উনাকে স্বাগত জানানোর জন্য ভিড় উপচে পড়েছিল অনুগামীদের। হাসিমুখে তাদের সমস্ত আবদার পূরণ করুন সিন্ধু।

IMG 20190827 105236

সোমবার রাতে এসে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না নিয়েই মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে যায় একের পর এক হাই প্রোফাইল ব্যাক্তিদের সাথে মিটিং। সকলে প্রথমে সিন্ধু মিটিং করেন কেন্দ্রীয় ক্রীয়ামন্ত্রী কিরেণ বিজিজুর সাথে সেখানে উপস্থিত ছিলেন দুই কোচ সহ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের অফ ইন্ডিয়ার সভাপতি হেমন্ত বিশ্ব শর্মা। সেই মিটিংয়ে সিন্ধুর হাতে ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় ক্রীয়ামন্ত্রী কিরেণ বিজিজুর।

দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন পিভি সিন্ধু এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়শিপের সোনার পদকটি উনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। তারপর প্রধানমন্ত্রী নিজের টুইটারে সিন্ধুর সাথে ছবি পোষ্ট করে বলেন যে সিন্ধু হল দেশের গর্ব, ওর আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইলো। উল্লেখ্য, এই নিয়ে ২০১৩ সাল থেকে পাঁচটি সোনার পদক জিতলেন পিভি সিন্ধু।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর