সাতসকালেই জলপাইগুড়ির বস্তিতে দেখা মিলল বিশাল আকৃতির অজগরের! তারপর যা হল….

বাংলাহান্ট ডেস্ক : ফের বিশাল আকারের অজগর সাপ উদ্ধার হল লোকালয় থেকে। জলপাইগুড়ির (Jalpaiguri) মুন্ডা বস্তি এলাকায় বুধবার সকালে উদ্ধার হয় একটি বড় অজগর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এরকম ভাবে লোকালয়ে অজগর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বুধবার সকালে এক ব্যক্তি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি দেখেন একটি বাড়ির পাশে পড়ে রয়েছে একটি সাত ফুট উচ্চতার বিশাল আকারের অজগর। এরপর ওই এলাকায় হুলুস্থুল পড়ে যায়। সাপটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। এরপর একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেয় স্থানীয়রা।

তারা ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে যায় অজগর সাপটিকে। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জাল দিয়ে উদ্ধার করা হয় সাপটি। দীর্ঘক্ষন জালের মধ্যে বন্দি থাকার কারণে অজগরটি সামান্য আহত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানিয়েছেন প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে তুলে দেওয়া হবে বড় দপ্তরের হাতে।

img 20230810 13533064

এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, জঙ্গলে যথাযথ বাসস্থান ও খাদ্যের অভাবের কারণেই বারবার অজগর সাপ ঢুকে পড়ছে লোকালয়। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে গ্রামবাসীদের মধ্যে। তবে ওই এলাকায় গত বছর যে বিপুল পরিমাণ অজগর সাপ উদ্ধার হয়েছিল তার থেকে এই বছর সংখ্যাটা অনেকটাই কম।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর