ভোট প্রচারের মাঝেই কপাল পুড়ল রচনা ব্যানার্জীর, হয়ে গেল বড়সড় দুর্ঘটনা

বাংলা হান্ট ডেস্ক : সোমবারের বার বেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড রাজারহাটের DRR স্টুডিয়োতে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল দু’দুটি মেক আপ ভ্যান। শোনা যাচ্ছে, রচনা ব্যানার্জির (Rachana Banerjee) ‘দিদি নম্বর ওয়ান’-র (Didi Number One) সেটে ব্যবহৃত একটি মেকআপ ভ্যানিটি ভ্যানও সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণও বহুত।

উল্লেখ্য, এই স্টুডিওতেই জি বাংলার জনপ্রিয় দুই রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ান এবং দাদাগিরির শ্যুটিং হয়। এইদিন সেই স্টুডিওতেই লাগে আগুন। শোনা যাচ্ছে, প্রথমে আগুন লাগে স্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ ভ্যানিটি ভ্যানে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা ভ্যানিটি ভ্যানটিতে। স্থানীয়দের কথায়, নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ভ্যান দুটি।

ভ্যানিটি ভ্যান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি টিনের শেডে‌। আগুন ছড়িয়ে পড়তেই স্টুডিওর মধ্যে থাকা একটি জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করে স্টুডিও কর্মীরা‌। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ প্রশাসন। তবে দমকল থেকে গাড়ি আসতে খানিক দেরি হয় বলে খবর।

আরও পড়ুন : ফের উত্তর সিকিমের পথে নামল বড় ধস, আটক একাধিক পর্যটক! উদ্ধারকাজে নামল BRO

Rachana Banerjee

প্রাথমিকভাবে স্টুডিওকর্মীরা দমকল বাহিনীর উপর চোটপাট দেখালেও দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভতেই তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই আগুন লাগল এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্ত চলছে বলে খবর। আপাতত গোটা স্টুডিও জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর