রঙ মাখলেই সুন্দরী, মেকআপ ছাড়া ‘বুড়ি’! কুৎসিত ট্রোলের শিকার ‘দিদি’ রচনা

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনের সবথেকে জনপ্রিয় নন ফিকশন শোয়ের নাম কী? প্রশ্নটা শুনে অনেকেই বলতে পারেন ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One) এর নাম। অন্যান্য নন ফিকশন শো গুলির এক একটি সিজনের মধ্যে অন্তত এক বছরের গ্যাপ থাকে। কিন্তু দিদি নাম্বার ওয়ানের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। এখানে একটি সিজন শেষের সঙ্গে সঙ্গেই শুরু হয় পরবর্তী সিজন। আর প্রত্যেক সিজনেই সঞ্চালিকা হিসাবে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কেই (Rachana Banerjee)।

বিগত এক দশক ধরে একটানা দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করে আসছেন রচনা। মাঝে এক দুবার বিরতি বাদে একটানা তিনিই সঞ্চালনার দায়ভার সামলেছেন। দিনের পর দিন শুট করতে করতে ক্লান্তি আসাটাই স্বাভাবিক। তাই একটু সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন রচনা। কখনো ছেলে রৌনককে নিয়ে ঘুরে আসেন, আবার কখনো সঙ্গে নিয়ে যান নিজের ‘গ্যাং’কে।

rachana

ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশেও ঘোরা হয়ে গিয়েছে রচনার। ফুটবল বিশ্বকাপের সময়েই কাতার থেকে ঘুরে এসেছেন তিনি। আর এবারে নিজের বন্ধুবান্ধব এবং ছেলেকে নিয়ে ইউরোপ ট্যুরে গিয়েছেন রচনা। সোশ্যাল মিডিয়ায় বসনিয়া হার্জেগোভিনিয়া ভ্রমণের বেশ কিছু ছবি, ভিডিও শেয়ার করেছেন তিনি।

rachana

প্যাচপ্যাচে গরমের কলকাতা ছেড়ে দু সপ্তাহ মনোরম ঠাণ্ডায় কাটানোর উদ্দেশে সামার ভ্যাকেশনে গিয়েছেন রচনা এবং তাঁর টিম। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ ভাল রকমই সক্রিয় থাকেন। কোথাও ঘুরতে গেলেও অনুরাগীদের জন্য সেখানকার নানান ছবি, মুহূর্ত তুলে ধরেন নেটপাড়ায়।

তবে অনুরাগীদের কথা ভাবতে গিয়ে যে তাঁকেই ট্রোল হতে হবে তা হয়তো ভাবতেও পারেননি রচনা। আসলে ট্যুর শুরুর আগে বিমানবন্দর থেকে কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানে বিনা মেকআপে ধরা দিয়েছিলেন রচনা। দিদি নাম্বার ওয়ানে সবসময়ই সম্পূর্ণ মেকআপে দেখা যায় তাঁকে। তাই হঠাৎ এমন ছবিতে চমকে উঠেছেন অনেকেই।

rachana banerjee

কেউ কেউ লিখেও দিয়েছেন, রচনাকে চেনাই যাচ্ছে না। কিন্তু কয়েকজন রীতিমতো ব্যঙ্গ করে লিখেছেন, মেকআপ ছাড়া বুড়ি লাগে রচনাকে। তবে অনেকেই অভিনেত্রীর পক্ষ নিয়েও কমেন্ট করেছেন। ৫০ ছুঁইছুঁই রচনা এখনো যেভাবে নিজের সৌন্দর্য, গ্ল্যামার ধরে রেখেছেন তা মুখের কথা নয়। সবথেকে বড় ব্যাপার, সম্পূর্ণ নিজের দক্ষতায়, নিজের রোজগারে ছেলেকে শুধু বড়ই করছেন না তিনি, কোনো পুরুষের সাহায্য ছাড়াই বিশ্বভ্রমণও করেছেন। এগুলো দেখে নিন্দুকদের শেখা উচিত বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর