IPL-র নিয়মে আমূল পরিবর্তন! মরশুম শেষ হওয়ায় আগেই বড় সিদ্ধান্তের পথে BCCI

বাংলা হান্ট ডেস্ক : IPL 17 তম সিজন চলছে, পরের বছর আয়োজিত হবে 18 নাম্বার সিজন। তার আগে 2024 এর শেষের দিকে আয়োজন হবে মেগা নিলাম। 3 বছর পর হবে এই আয়োজন। আর এই মেগা নিলামের জন্য দল ভেঙে ফেলবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো। এতদিন যে সমস্ত খেলোয়াড়দের নিয়ে চলেছে তাদেরকে বাদও দিতে হতে পারে। তাই নতুন করে পরিকল্পনা শুরু করেছে ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)।

তবে 2024 এর শেষে আয়োজন হতে চলা মেগা নিলামের আগে IPL নিয়ে একগুচ্ছ নতুন পরিকল্পনা রয়েছে BCCI এর। এই মেগা নিলাম চলবে দুইদিন ধরে, সেখানে প্রতি দল মাত্র চারজন করে খেলোয়াড় কেই ধরে রাখতে পারে এবং বাকিদের ছেড়ে দিতে হয়। এরপর দল তৈরীর জন্য নতুন করে ঝাঁপায় ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবার BCCI তাদের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে।

আইপিএলের মেগা নিলামের আগে বেশ কিছু নিয়মের পরিবর্তন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরমধ্যে রয়েছে প্লেয়ার ধরে রাখা অথবা ছেড়ে দেওয়ার নিয়ম। বিষয়টি সম্পর্কে জানা যায় টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট থেকে। রিপোর্ট অনুযায়ী বিষয়টি নিয়ে আলোচনার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে বোর্ড। এবারের মেগা নিলামে তারা বেশি পরিমাণ খেলোয়াড়কে ধরে রাখতে দিতে পারে।

আরও পড়ুন : CSK-র সাথে হারের পরই শক্তি বাড়ল নাইটের, গম্ভীর ব্রিগেডে এল তারকা স্পিনার

TOI এর রিপোর্টে এও উল্লেখ করা হয় যে, সমস্ত কিছুই এখন শুরুর দিকে রয়েছে। লীগকে এগিয়ে নিয়ে পরামর্শ চাইছে ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে প্লেয়ারদের ধরে রাখা মুখ্য আলোচ্য বিষয় গিয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে, বেশিরভাগ দলই 8 জন খেলোয়াড় ধরে রাখার পক্ষে। এর আগে 4 জনকে ধরে রাখা যেত এবং RTM কার্ড ব্যবহার করে আরো একজন খেলোয়াড়কে ধরে রাখতে পারতো দলগুলো।

আরও পড়ুন : দেশের জন্য IPL-র মোহ ত্যাগ! মাঝপথেই দল ছাড়তে পারেন টিম ইন্ডিয়ার এই ৬ তারকা

india national cricket team (5)

কোর দলের বদলে যে আখেরে ক্ষতি হবে সেটাই মনে করছে বেশ কিছু দল। এছাড়া দল গঠনের জন্য বাজেট বাড়িয়ে 100 কোটি করার দাবী উঠেছে। বিষয়টি নিয়ে আরো আলোচনা হবে আগামী 16 এপ্রিল। সেদিন আহমেদাবাদে বৈঠক চলবে। উক্ত মিটিংয়ে প্লেয়ারের সবচেয়ে বেশি বেতন নিয়েও আলোচনা হতে পারে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর